ইয়েমেনে হামলা চালাতে গিয়ে মার্কিন নৌবাহিনীর একটি এফ/এ-১৮ই সুপার হর্নেট যুদ্ধবিমান সাগরে হারিয়ে গেছে। এটি মার্কিন নৌবাহিনীর সর্বাধুনিক যুদ্ধবিমানগুলোর অন্যতম। এই মডেলের একটি যুদ্ধবিমানের দাম ৬ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় যা ৭২৯ কোটি টাকার সমান)।
মার্কিন নৌবাহিনীর কর্মকর্তাদের বরাতে সিএনএন জানিয়েছে, সোমবার (২৮ এপ্রিল) ভোরে ইয়েমেনে হামলা চালিয়ে ফিরে এসে বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস. ট্রুম্যানে নামতে গিয়ে যুদ্ধবিমানটি সাগরে পড়ে যায়। তবে পাইলট বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।
মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান বিমানবাহী রণতরীতে অবতরণের সময় যুদ্ধবিমানটি সমুদ্রে পড়ে এবং হারিয়ে যায়। এ ধরনের ঘটনা এটাই প্রথম।
ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে এবং এই ঘটনার সময় লোহিত সাগরে ছিল। সোমবার হামলার পর মার্কিন নৌবাহিনী বলেছে, তাদের রণতরী ও এর বিমান শাখা অভিযান পরিচালনায় ‘সম্পূর্ণরূপে সক্ষম’ রয়েছে।
গত কয়েকদিনের ধারাবাহিকতায় সোমবার (২৭ এপ্রিল) ভোরে ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। হামলায় আফ্রিকান অভিবাসীদের একটি আশ্রয়কেন্দ্রে ধ্বংস হয়েছে। তাতে অন্তত ৬৮ জন নিহত ও আরও ৪৭ জন আহত হন।
হুতি-নিয়ন্ত্রিত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং আন্তর্জাতিক রেডক্রস কমিটির তত্ত্বাবধানে পরিচালিত আশ্রয়কেন্দ্রটি মার্কিন বিমানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ওই সময় সেখানে ১১৫ জন অভিবাসী ছিল। হুতি একে ‘সম্পূর্ণ যুদ্ধাপরাধ’ বলে আখ্যায়িত করে।
ইয়েমেনি বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ১ হাজার ২০০-র বেশি বিমান হামলা চালিয়েছে। যাতে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ হতাহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু।
গাজা উপত্যকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হুতি সশস্ত্র বাহিনী ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগর, আরব সাগর, বাবেল মান্দেব প্রণালী ও এডেন উপসাগর দিয়ে চলাচলকারী ইসরাইল ও এর মিত্র দেশগুলোর জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।
প্রায় ১৫ মাসের সংঘাতের পর চলতি বছরের জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর হুতিরাও হামলা স্থগিত করে। তবে গত মাসে ইসরাইল নতুন করে গাজায় হামলা শুরু করলে হুতিরা আবারও ইসরাইল ও সাগরে পশ্চিমা জাহাজ লক্ষ্য করে হামলা শুরু করে।