সুরমা টিভি ২৪ ডেস্কঃ মৌলভীবাজার সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন।
গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ এর উপসচিব মোঃ মাহবুব আলম স্বাক্ষরিত প্রঙ্গাপনে তাকেসহ আরো চারটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ প্রদান করা হয়েছে।একই প্রঙ্গাপনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের বর্তমান চেয়ারম্যান প্রফেসর মোঃ শামসুল ইসলামকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে।
গোলাপগঞ্জ পৌর এলাকার রণকেলী লামার দক্ষিণভাগ নিবাসী প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরী ইতিপূর্বে সিলেট এমসি কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন।