, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চুম্বক-সিংহাসন ।। রবিউল মাশরাফী

  • SURMA TV 24
  • Update Time : ০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • ১৪৭৬ Time View

কেউ মানুক অথবা না মানুক, তবু তুমি যাবে
অমৃত সূধার মতো তখত-তাউসের, ঐ হীরকখানায়-
তোমাকে যেতেই হবে!

ঘৃণ্য প্রতারক বলে যতই ধিক্কার কিংবা নিন্দা করা হোক
পরোয়া কোরোনা তুমি ওসবের কিছু
প্রয়োজনে শত শত জ্বলজ্বলে তারার চোখ অন্ধ করে দাও
গাম দিয়ে এঁটে দাও প্রতিবাদী জনতার ঠোঁট
পথের সকল কাঁটা দূর করে দাও খুনে আর গুমে।

কতশত যুবরাজ ঐ সিংহাসন লোভে মুছে দিলো পিতার জীবন!
তুমিও অমন করে হয়ে যাও মানব দানব‌‌।
কথার গর্জন তুলে স্তব্ধ করে দাও সাহসের বুক
আতঙ্কের অগ্নি জ্বেলে ছারখার করে দাও সব
এদেশে জন্মেও তুমি বিজাতি বর্গীর মতো টেনে-ছিঁড়ে খাও স্বদেশের বুক

হে বিশাল রাজনৈতিক রঙ্গমঞ্চের কৌশলি, ওহে প্রবঞ্চক
অমৃত সুধার মত তখত-তাউশের, ঐ হীরকখানায়
তোমাকে যেতেই হবে।

ঐ সোনার পাথর, চুম্বকীয় সিংহাসন শুধুই তোমার।
ও আমার জন্মভূমি, তোমার শরীর জুড়ে বিচ্ছুর আবাস।

হে কৃতঘ্ন রাজনীতিক! হে কৃত্রিম গুণীজন, হে লিপ্সিত নেতা, ওহে নক্তচর
প্রাণ ভরে খেয়ে নাও রাষ্ট্রীয় সম্পদ দ্বিধাহীন সুখে
এই নিরঙ্কুশ পঙ্গু সন্ত্রস্ত জাতিকে নিঃস্ব করে দাও।

হে সিংহাসন লোভী দারুন উন্মাদ
আমিও তোমার মতো সিংহাসনে যাবো
ওখানে রোজগার বেশি, ওখানে সিঁদেল চোর ডাকাত হবার স্বপ্ন নিয়ে আসে।

এসো পলিটিক্স করি, প্রোফিট মার্জিন ওখানেই বেশি।

হে অর্থ গৃধনুর দল
ফানুসের পিছে ঘুরে আমিও এখন ফানুস হয়েছি!
ঐ একটি জিনিসের, একটি জিনিসের জন্যে, তুমি সব পারো
ভুলে যেতে পার তুমি, ধর্ম, মানবতা,
এমনকি আমাদের সৃষ্টিকর্তাকেও!

একটি জিনিসের জন্যে তুমি সব পারো
ভূখণ্ড পোড়াতে পারো অথচ তোমার
মনটা পোড়াতে পারো না।

বাড্ডা, বাসা- ২৭.১২.২০১৩

চুম্বক-সিংহাসন ।। রবিউল মাশরাফী

Update Time : ০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

কেউ মানুক অথবা না মানুক, তবু তুমি যাবে
অমৃত সূধার মতো তখত-তাউসের, ঐ হীরকখানায়-
তোমাকে যেতেই হবে!

ঘৃণ্য প্রতারক বলে যতই ধিক্কার কিংবা নিন্দা করা হোক
পরোয়া কোরোনা তুমি ওসবের কিছু
প্রয়োজনে শত শত জ্বলজ্বলে তারার চোখ অন্ধ করে দাও
গাম দিয়ে এঁটে দাও প্রতিবাদী জনতার ঠোঁট
পথের সকল কাঁটা দূর করে দাও খুনে আর গুমে।

কতশত যুবরাজ ঐ সিংহাসন লোভে মুছে দিলো পিতার জীবন!
তুমিও অমন করে হয়ে যাও মানব দানব‌‌।
কথার গর্জন তুলে স্তব্ধ করে দাও সাহসের বুক
আতঙ্কের অগ্নি জ্বেলে ছারখার করে দাও সব
এদেশে জন্মেও তুমি বিজাতি বর্গীর মতো টেনে-ছিঁড়ে খাও স্বদেশের বুক

হে বিশাল রাজনৈতিক রঙ্গমঞ্চের কৌশলি, ওহে প্রবঞ্চক
অমৃত সুধার মত তখত-তাউশের, ঐ হীরকখানায়
তোমাকে যেতেই হবে।

ঐ সোনার পাথর, চুম্বকীয় সিংহাসন শুধুই তোমার।
ও আমার জন্মভূমি, তোমার শরীর জুড়ে বিচ্ছুর আবাস।

হে কৃতঘ্ন রাজনীতিক! হে কৃত্রিম গুণীজন, হে লিপ্সিত নেতা, ওহে নক্তচর
প্রাণ ভরে খেয়ে নাও রাষ্ট্রীয় সম্পদ দ্বিধাহীন সুখে
এই নিরঙ্কুশ পঙ্গু সন্ত্রস্ত জাতিকে নিঃস্ব করে দাও।

হে সিংহাসন লোভী দারুন উন্মাদ
আমিও তোমার মতো সিংহাসনে যাবো
ওখানে রোজগার বেশি, ওখানে সিঁদেল চোর ডাকাত হবার স্বপ্ন নিয়ে আসে।

এসো পলিটিক্স করি, প্রোফিট মার্জিন ওখানেই বেশি।

হে অর্থ গৃধনুর দল
ফানুসের পিছে ঘুরে আমিও এখন ফানুস হয়েছি!
ঐ একটি জিনিসের, একটি জিনিসের জন্যে, তুমি সব পারো
ভুলে যেতে পার তুমি, ধর্ম, মানবতা,
এমনকি আমাদের সৃষ্টিকর্তাকেও!

একটি জিনিসের জন্যে তুমি সব পারো
ভূখণ্ড পোড়াতে পারো অথচ তোমার
মনটা পোড়াতে পারো না।

বাড্ডা, বাসা- ২৭.১২.২০১৩