, বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

যুদ্ধ শুরুর সতর্কবার্তা ইরানের

  • SURMA TV 24
  • Update Time : ০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৪২৬ Time View

ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরাইল বা যুক্তরাষ্ট্র কোনো ধরনের হামলা চালালে এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ’ শুরু হবে বলে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

কাতার সফরকালে সংবাদমাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকার এ কথা বলেন তিনি। শুক্রবার (৩১ জানুয়ারি) সাক্ষাৎকাটির প্রকাশিত হয়। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা হলে তা ‘যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঐতিহাসিক ভুল হবে’। আরাঘচি বলেন, ইরান যেকোনো হামলার জবাব ‘তাৎক্ষণিক এবং সিদ্ধান্ত’ নিয়ে দেবে। আর এটি এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ শুরু কর দিতে পারে।

আল জাজিরা বলছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রভাব আরও বাড়বে। এই কারণে ইসরাইল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে বলে আশঙ্কা বাড়ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দোহায় আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনার জন্য দেখা করেছেন। তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি সম্পন্নের জন্য আমরা কাতারের মধ্যস্থতার প্রশংসা করেছি। পাশাপাশি আমি আশা করি অন্যান্য সকল সমস্যা সমাধান করা হবে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আরাঘচি কাতারে হামাসের কর্মকর্তাদের সঙ্গেও দেখা করেছেন। তিনি বলেন, ফিলিস্তিনিরা গাজায় বিজয় অর্জন করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সমগ্র বিশ্ব ইসরাইলি বাহিনীর হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করেছে। তা সত্ত্বেও, ফিলিস্তিনি জনগণ তাদের অবস্থান ধরে রেখেছে এবং তাদের মূল্যবোধ ও নীতিগুলোকে সমুন্নত রেখেছে। আমি বিশ্বাস করি এটি একটি বিজয় হিসেবে বিবেচিত হবে।’

১লা ফেব্রুয়ারি ২০২৫; সুরমা টিভি ২৪; সুমাইয়া।

যুদ্ধ শুরুর সতর্কবার্তা ইরানের

Update Time : ০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরাইল বা যুক্তরাষ্ট্র কোনো ধরনের হামলা চালালে এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ’ শুরু হবে বলে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

কাতার সফরকালে সংবাদমাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকার এ কথা বলেন তিনি। শুক্রবার (৩১ জানুয়ারি) সাক্ষাৎকাটির প্রকাশিত হয়। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা হলে তা ‘যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঐতিহাসিক ভুল হবে’। আরাঘচি বলেন, ইরান যেকোনো হামলার জবাব ‘তাৎক্ষণিক এবং সিদ্ধান্ত’ নিয়ে দেবে। আর এটি এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ শুরু কর দিতে পারে।

আল জাজিরা বলছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রভাব আরও বাড়বে। এই কারণে ইসরাইল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে বলে আশঙ্কা বাড়ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দোহায় আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনার জন্য দেখা করেছেন। তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি সম্পন্নের জন্য আমরা কাতারের মধ্যস্থতার প্রশংসা করেছি। পাশাপাশি আমি আশা করি অন্যান্য সকল সমস্যা সমাধান করা হবে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আরাঘচি কাতারে হামাসের কর্মকর্তাদের সঙ্গেও দেখা করেছেন। তিনি বলেন, ফিলিস্তিনিরা গাজায় বিজয় অর্জন করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সমগ্র বিশ্ব ইসরাইলি বাহিনীর হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করেছে। তা সত্ত্বেও, ফিলিস্তিনি জনগণ তাদের অবস্থান ধরে রেখেছে এবং তাদের মূল্যবোধ ও নীতিগুলোকে সমুন্নত রেখেছে। আমি বিশ্বাস করি এটি একটি বিজয় হিসেবে বিবেচিত হবে।’

১লা ফেব্রুয়ারি ২০২৫; সুরমা টিভি ২৪; সুমাইয়া।