ইউক্রেনে যুদ্ধ বন্ধের বিষয়ে সৌদি আরবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বৈঠক শেষ হয়েছে। মঙ্গলবারের (১৮ ফেব্রুয়ারি) এই বৈঠক ‘সফল’ হয়েছে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈদেশিক নীতি উপদেষ্টা ইউরি উশাকভ। যদিও এই আলোচনায় ইউক্রেনের কোনো কর্মকর্তাকে রাখা হয়নি।
ইউরি উশাকভ বলেন, ‘সৌদি আরবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাড়ে চার ঘণ্টার আলোচনা শেষ হয়েছে। এই আলোচনা সফল হয়েছে।’
তিনি আরও বলেন, উভয় পক্ষ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি বৈঠকের শর্তাদি নিয়ে আলোচনা করেছে। তবে এখনো বৈঠকরে জন্য কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। এদিকে, সৌদি আরবে যুক্তরাষ্ট্র-রাশিয়ার আলোচনা চলাকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে। আল জাজিরা জানায়, মঙ্গলবার তুরস্কে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
ভলোদিমির জেলেনস্কির সঙ্গে রুদ্ধদ্বার এই বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও জাতীয় প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলারসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। এর আগে, ভ্লাদিমির পুতিন ‘প্রয়োজন হলে’ ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন বলে নিশ্চিত করেছে ক্রেমলিন। ইউক্রেনে চলমান যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে মঙ্গলবার সৌদি আরবে শীর্ষ রুশ ও মার্কিন কূটনীতিকদের বৈঠকের মধ্যেই এই ঘোষণা এসেছে বলে জানায় এনডিটিভি।
১৯/০২/২০২৫; সুরমা টিভি ২৪; সুমাইয়া।