, শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোটিশ :

উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন সৌদি যুবরাজ

  • SURMA TV 24
  • Update Time : ১০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৪২২ Time View

মিশর ও জর্ডানসহ উপসাগরীয় আরব দেশের নেতাদের এক বৈঠকের জন্য রিয়াদে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

সৌদি রাষ্ট্রীয় বার্তাসংস্থা এসপিএ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জানিয়েছে, শুক্রবার এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এসপিএ-এর প্রতিবেদনে বলা হয়, আরব নেতাদের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের জন্য শুক্রবার এই অনানুষ্ঠানিক বৈঠকের আয়োজন করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ফিলিস্তিনিদের অন্যদেশে পুনর্বাসন করে গাজার দখল নেয়ার এক বিতর্কিত পরিকল্পনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই প্রস্তাবে তীব্র প্রতিবাদ জানায় সৌদি আরবসহ আরব দেশগুলো। গাজা থেকে উচ্ছেদ করে ফিলিস্তিনিদের জর্ডান ও মিশরে পুনর্বাসনের আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তার এই প্রস্তাব তাৎক্ষণিকভাবে প্রত্যাখান করেছে দুই দেশই।

এসপিএর প্রতিবেদনে আরও বলা হয়, মিশরে অনুষ্ঠিত হতে যাওয়া আরব সম্মেলনের জরুরি বৈঠকে আরব দেশগুলোর যৌথ পদক্ষেপ এবং এ সংক্রান্ত গৃহীত সিদ্ধান্ত আলোচনার অ্যাজেন্ডায় থাকবে। এই জরুরি আরব সম্মেলন ৪ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিয়ে আলোচনা করা হবে।

২১ ফেব্রুয়ারি ২০২৫, সুরমা টিভি ২৪, সুমাইয়া।

২৫ টির মতো ঝুটগুদামের মালামাল পুড়ে গেল গাজীপুরে

উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন সৌদি যুবরাজ

Update Time : ১০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫

মিশর ও জর্ডানসহ উপসাগরীয় আরব দেশের নেতাদের এক বৈঠকের জন্য রিয়াদে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

সৌদি রাষ্ট্রীয় বার্তাসংস্থা এসপিএ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জানিয়েছে, শুক্রবার এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এসপিএ-এর প্রতিবেদনে বলা হয়, আরব নেতাদের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের জন্য শুক্রবার এই অনানুষ্ঠানিক বৈঠকের আয়োজন করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ফিলিস্তিনিদের অন্যদেশে পুনর্বাসন করে গাজার দখল নেয়ার এক বিতর্কিত পরিকল্পনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই প্রস্তাবে তীব্র প্রতিবাদ জানায় সৌদি আরবসহ আরব দেশগুলো। গাজা থেকে উচ্ছেদ করে ফিলিস্তিনিদের জর্ডান ও মিশরে পুনর্বাসনের আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তার এই প্রস্তাব তাৎক্ষণিকভাবে প্রত্যাখান করেছে দুই দেশই।

এসপিএর প্রতিবেদনে আরও বলা হয়, মিশরে অনুষ্ঠিত হতে যাওয়া আরব সম্মেলনের জরুরি বৈঠকে আরব দেশগুলোর যৌথ পদক্ষেপ এবং এ সংক্রান্ত গৃহীত সিদ্ধান্ত আলোচনার অ্যাজেন্ডায় থাকবে। এই জরুরি আরব সম্মেলন ৪ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিয়ে আলোচনা করা হবে।

২১ ফেব্রুয়ারি ২০২৫, সুরমা টিভি ২৪, সুমাইয়া।