, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

তাহেরীকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হলো পুলিশ : গাড়ি ভাঙচুর

  • SURMA TV 24
  • Update Time : ১১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • ১৪৩৫ Time View

অনলাইন নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি মামলার আসামি হিসেবে আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীকে গ্রেফতার করতে গিয়ে তার সমর্থকদের হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

হামলাকারীরা পুলিশের তিনটি গাড়িও ভাঙচুর করে। এ ঘটনায় তাহেরীর ছয় সমর্থককে আটক করেছে পুলিশ।

https://2e274e36576fe897ff4bf0dc5591947a.safeframe.googlesyndication.com/safeframe/1-0-40/html/container.html

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় সম্প্রতি আখাউড়া থানায় তাহেরীর বিরুদ্ধে মামলা হয়েছে। নাজিরাবাড়ী এলাকায় তাহেরীর উপস্থিতির খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করতে গেলে তিনি পার্শ্ববর্তী একটি বাড়িতে ঢুকে পড়েন। পরে সেখান থেকে পালিয়ে যান। এ সময় তাহেরির সমর্থকরা গ্রেফতার অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের ওপর হামলা এবং পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে।

https://2e274e36576fe897ff4bf0dc5591947a.safeframe.googlesyndication.com/safeframe/1-0-40/html/container.html

এর আগে, গত শুক্রবার আখাউড়া উপজেলায় বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন তাহেরীর একটি মাহফিলের আয়োজন করা হয়। পুলিশ গিয়ে দ্রুত মাহফিল শেষ করার কথা বললে তাহেরীর সমর্থকরা হামলা করে এক পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে দেয়।

এ ছাড়া মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ারও অভিযোগ ওঠে। ওই ঘটনায় তাহেরীসহ ১৫ জনের নামে আখাউড়া থানায় মামলা করে পুলিশ।

তাহেরীকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হলো পুলিশ : গাড়ি ভাঙচুর

Update Time : ১১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

অনলাইন নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি মামলার আসামি হিসেবে আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীকে গ্রেফতার করতে গিয়ে তার সমর্থকদের হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

হামলাকারীরা পুলিশের তিনটি গাড়িও ভাঙচুর করে। এ ঘটনায় তাহেরীর ছয় সমর্থককে আটক করেছে পুলিশ।

https://2e274e36576fe897ff4bf0dc5591947a.safeframe.googlesyndication.com/safeframe/1-0-40/html/container.html

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় সম্প্রতি আখাউড়া থানায় তাহেরীর বিরুদ্ধে মামলা হয়েছে। নাজিরাবাড়ী এলাকায় তাহেরীর উপস্থিতির খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করতে গেলে তিনি পার্শ্ববর্তী একটি বাড়িতে ঢুকে পড়েন। পরে সেখান থেকে পালিয়ে যান। এ সময় তাহেরির সমর্থকরা গ্রেফতার অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের ওপর হামলা এবং পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে।

https://2e274e36576fe897ff4bf0dc5591947a.safeframe.googlesyndication.com/safeframe/1-0-40/html/container.html

এর আগে, গত শুক্রবার আখাউড়া উপজেলায় বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন তাহেরীর একটি মাহফিলের আয়োজন করা হয়। পুলিশ গিয়ে দ্রুত মাহফিল শেষ করার কথা বললে তাহেরীর সমর্থকরা হামলা করে এক পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে দেয়।

এ ছাড়া মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ারও অভিযোগ ওঠে। ওই ঘটনায় তাহেরীসহ ১৫ জনের নামে আখাউড়া থানায় মামলা করে পুলিশ।