, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিমসটেক সম্মেলনে যোগ দিতে আগামী বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

  • SURMA TV 24
  • Update Time : ০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • ১৪১০ Time View


অনলাইন নিউজ ডেস্ক:
বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) সম্মেলনে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) থাইল্যান্ড যাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এদিন সকাল ৯টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হবেন। পরদিন শুক্রবার (৪ এপ্রিল) রাতে দেশে ফিরে আসবেন।

বুধবার (২ এপ্রিল) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান‌ হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান।‌

ড. খলিলুর রহমান বলেন, ‘দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে হতে যাওয়া এই সম্মেলনের সাইডলাইনে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কথা আছে। এর মধ্যে আশা করা যাচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে। আমাদের আশাবাদী হওয়ার কারণ আছে, তবে যতক্ষণ পর্যন্ত বৈঠক না হচ্ছে এ প্রসঙ্গে আমরা আগ বাড়িয়ে কিছু বলবো না।’

তিনি আরও বলেন, ‘৪ এপ্রিল বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব পাবে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এই দায়িত্ব গ্রহণ করবেন থাইল্যান্ডের কাছ থেকে। বিমসটেক সম্মেলনে দুটি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হবে। এ সময় প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন।’

২/৪/২০২৫/ সুরমা টিভি/ শামীমা

Popular Post

বিমসটেক সম্মেলনে যোগ দিতে আগামী বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

Update Time : ০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫


অনলাইন নিউজ ডেস্ক:
বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) সম্মেলনে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) থাইল্যান্ড যাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এদিন সকাল ৯টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হবেন। পরদিন শুক্রবার (৪ এপ্রিল) রাতে দেশে ফিরে আসবেন।

বুধবার (২ এপ্রিল) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান‌ হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান।‌

ড. খলিলুর রহমান বলেন, ‘দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে হতে যাওয়া এই সম্মেলনের সাইডলাইনে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কথা আছে। এর মধ্যে আশা করা যাচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে। আমাদের আশাবাদী হওয়ার কারণ আছে, তবে যতক্ষণ পর্যন্ত বৈঠক না হচ্ছে এ প্রসঙ্গে আমরা আগ বাড়িয়ে কিছু বলবো না।’

তিনি আরও বলেন, ‘৪ এপ্রিল বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব পাবে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এই দায়িত্ব গ্রহণ করবেন থাইল্যান্ডের কাছ থেকে। বিমসটেক সম্মেলনে দুটি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হবে। এ সময় প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন।’

২/৪/২০২৫/ সুরমা টিভি/ শামীমা