, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঝুট ও গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভয়াবহ আগুন কালিয়াকৈরে!

  • SURMA TV 24
  • Update Time : ০১:১৯ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ১৩৯৪ Time View

সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরতকীতলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
কালিয়াকৈরে ঝুট ও গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভয়াবহ আগুন।

বুধবার (৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার ফায়ার সার্ভিসের পাশেই অবস্থিত একটি ঝুটের গোডাউন, গ্যাস সিলিন্ডার সংরক্ষণাগারে হঠাৎ করে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ সময় ধরে চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া গোডাউনটির মালিক হরতকীতলা এলাকার বাসিন্দা মাদিনা গায়েনের ছেলে এছাক গায়েন। তিনি জানান, তার গোডাউনে বিপুল পরিমাণ ঝুট, গ্যাস সিলিন্ডার মজুদ ছিল, যা আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার খান রায়হান চৌধুরী জানান, আমরা খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আগুন লাগার কারণ এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট অথবা কোনো সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে।

তিনি আরও জানান, এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ভবিষ্যৎ দুর্ঘটনা এড়াতে আগুন পুরোপুরি নিভে গেছে কি না তা নিশ্চিত করতে তৎপর রয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘটনাস্থলে স্থানীয় প্রশাসনও উপস্থিত রয়েছে।

ঝুট ও গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভয়াবহ আগুন কালিয়াকৈরে!

Update Time : ০১:১৯ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরতকীতলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
কালিয়াকৈরে ঝুট ও গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভয়াবহ আগুন।

বুধবার (৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার ফায়ার সার্ভিসের পাশেই অবস্থিত একটি ঝুটের গোডাউন, গ্যাস সিলিন্ডার সংরক্ষণাগারে হঠাৎ করে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ সময় ধরে চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া গোডাউনটির মালিক হরতকীতলা এলাকার বাসিন্দা মাদিনা গায়েনের ছেলে এছাক গায়েন। তিনি জানান, তার গোডাউনে বিপুল পরিমাণ ঝুট, গ্যাস সিলিন্ডার মজুদ ছিল, যা আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার খান রায়হান চৌধুরী জানান, আমরা খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আগুন লাগার কারণ এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট অথবা কোনো সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে।

তিনি আরও জানান, এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ভবিষ্যৎ দুর্ঘটনা এড়াতে আগুন পুরোপুরি নিভে গেছে কি না তা নিশ্চিত করতে তৎপর রয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘটনাস্থলে স্থানীয় প্রশাসনও উপস্থিত রয়েছে।