, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

তিন জনের ৭ দিনের রিমান্ড:প্রাইম এশিয়ার ছাত্র হত্যা।

  • SURMA TV 24
  • Update Time : ১০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • ১৩৮৩ Time View

সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:

রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ খুনের ঘটনায় গ্রেফতার তিন জনকে ৭ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।
প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র পারভেজ হত্যা মামলায় তিন আসামির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শিক্ষার্থীকে হত্যার মামলায় সোমবার (২১ এপ্রিল) তিনজনের ১০ দিনের রিমান্ড আবেদন করেন বনানী থানার তদন্ত কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে তিনজনকে ৭ দিন করে রিমান্ড আদেশ দেন আদালত।

তবে আদালতে অভিযোগ অস্বীকার করে এক অভিযুক্তের আইনজীবী জানান, তিনি ভর্তি হতে ওই ক্যাম্পাসে গিয়েছিলেন।

তখন বিচারক জিজ্ঞেস করেন, এর কোনো প্রমাণ আছে? প্রমাণ না থাকলে বহিরাগত হিসেবে যাওয়ার পেছনে কী কারণ ছিল। হিরোইজম দেখাতে গিয়ে এখন জিরো হয়ে গেছে। ওদের এতে কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে বাবা মায়ের।

শুনানি শেষে অভিযুক্তদের নিয়ে যাওয়ার সময়ও গণমাধ্যমের সামনে তারা নিজেকে নির্দোষ দাবি করেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ক্যাম্পাসের পাশে একটি দোকানে বন্ধুদের সঙ্গে সিঙাড়া খাচ্ছিলেন পারভেজ। তাদের পাশে সদ্য ভর্তি হওয়া ইংরেজি ও ইন্টারন্যাশনাল হসপিটালিটি ম্যানেজমেন্টের শিক্ষার্থীদের সঙ্গে তাদের বন্ধু ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রী ছিলেন। এক পর্যায়ে দুই ছাত্রী অভিযোগ করেন পারভেজ তাদের উত্ত্যক্ত করেছেন। তারা বিষয়টি প্রাইম এশিয়া ইউনিভার্সিটির প্রক্টরকে জানান।

এরপর প্রক্টর পারভেজকে ডেকে নেন। সেখানে তিনি দাবি করেন, বন্ধুদের সঙ্গে নিজেদের আলাপের বিষয় নিয়ে হাসাহাসি করছিলেন, কাউকে উত্ত্যক্ত করেননি। এক পর্যায়ে ওই দুই ছাত্রীর কাছে ক্ষমা চাইতে বলা হলে পারভেজ ক্ষমাও চান।

শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, প্রক্টর ডেকে নেয়ার পর সেখানেই ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা পারভেজকে হুমকি দেন। প্রক্টরের অফিস থেকে বেরিয়ে আসার পর কিছু বহিরাগত এসে আক্রমণ করেন। একপর্যায়ে ধারালো কিছু দিয়ে পারভেজের বুকে আঘাত করে তারা পালিয়ে যান। রক্তাক্ত পারভেজকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Popular Post

তিন জনের ৭ দিনের রিমান্ড:প্রাইম এশিয়ার ছাত্র হত্যা।

Update Time : ১০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:

রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ খুনের ঘটনায় গ্রেফতার তিন জনকে ৭ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।
প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র পারভেজ হত্যা মামলায় তিন আসামির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শিক্ষার্থীকে হত্যার মামলায় সোমবার (২১ এপ্রিল) তিনজনের ১০ দিনের রিমান্ড আবেদন করেন বনানী থানার তদন্ত কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে তিনজনকে ৭ দিন করে রিমান্ড আদেশ দেন আদালত।

তবে আদালতে অভিযোগ অস্বীকার করে এক অভিযুক্তের আইনজীবী জানান, তিনি ভর্তি হতে ওই ক্যাম্পাসে গিয়েছিলেন।

তখন বিচারক জিজ্ঞেস করেন, এর কোনো প্রমাণ আছে? প্রমাণ না থাকলে বহিরাগত হিসেবে যাওয়ার পেছনে কী কারণ ছিল। হিরোইজম দেখাতে গিয়ে এখন জিরো হয়ে গেছে। ওদের এতে কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে বাবা মায়ের।

শুনানি শেষে অভিযুক্তদের নিয়ে যাওয়ার সময়ও গণমাধ্যমের সামনে তারা নিজেকে নির্দোষ দাবি করেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ক্যাম্পাসের পাশে একটি দোকানে বন্ধুদের সঙ্গে সিঙাড়া খাচ্ছিলেন পারভেজ। তাদের পাশে সদ্য ভর্তি হওয়া ইংরেজি ও ইন্টারন্যাশনাল হসপিটালিটি ম্যানেজমেন্টের শিক্ষার্থীদের সঙ্গে তাদের বন্ধু ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রী ছিলেন। এক পর্যায়ে দুই ছাত্রী অভিযোগ করেন পারভেজ তাদের উত্ত্যক্ত করেছেন। তারা বিষয়টি প্রাইম এশিয়া ইউনিভার্সিটির প্রক্টরকে জানান।

এরপর প্রক্টর পারভেজকে ডেকে নেন। সেখানে তিনি দাবি করেন, বন্ধুদের সঙ্গে নিজেদের আলাপের বিষয় নিয়ে হাসাহাসি করছিলেন, কাউকে উত্ত্যক্ত করেননি। এক পর্যায়ে ওই দুই ছাত্রীর কাছে ক্ষমা চাইতে বলা হলে পারভেজ ক্ষমাও চান।

শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, প্রক্টর ডেকে নেয়ার পর সেখানেই ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা পারভেজকে হুমকি দেন। প্রক্টরের অফিস থেকে বেরিয়ে আসার পর কিছু বহিরাগত এসে আক্রমণ করেন। একপর্যায়ে ধারালো কিছু দিয়ে পারভেজের বুকে আঘাত করে তারা পালিয়ে যান। রক্তাক্ত পারভেজকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।