সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:
লক্ষ্যটা খুব বেশি বড় নয়। দুই ওপেনারের ৯৫ রানের জুটিতে সহজ জয়ের পথেই হাঁটছিল জিম্বাবুয়ে। তবে বাধা হয়ে দাঁড়ালেন মেহেদী হাসান মিরাজ। তার ঘূর্ণিতে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়েছে সফরকারীরা।
মিরাজের ঘূর্ণিতে ছন্নছাড়া জিম্বাবুয়ে, লড়াই জমিয়ে তুললো বাংলাদেশ
সিলেটে বুধবার (২৩ এপ্রিল) প্রথম টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের দেয়া ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করছে জিম্বাবুয়ে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ১৫২ রান। জয়ের জন্য প্রয়োজন আর মাত্র ২২ রান। মাধেভেরে ৭ আর মাসাকাদজা ৬ রানে অপরাজিত রয়েছেন।
রান তাড়ায় নেমে দাপটের সঙ্গেই জয়ের পথে হাঁটছিল জিম্বাবুয়ে। দুই ওপেনারের ৯৫ রানের জুটিতে সহজ জয়ের পথেই হাঁটছিল জিম্বাবুয়ে। তবে বাধা হয়ে দাঁড়ালেন মেহেদী হাসান মিরাজ। তার ঘূর্ণিতে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়েছে সফরকারীরা।
ওপেনিং জুটিতেই আসে ৯৫ রান। ইনিংসের ২১তম ওভারে জুটি ভাঙেন মিরাজ। তার ঘূর্ণিতে পরাস্ত হয়ে খালেদ আহমেদের হাতে ক্যাচ তুলে দেন বেন কারান। ৭৫ বলে ৭ চারের মারে ৪৪ রানে থামে তার ইনিংস। তবে অন্যপ্রান্ত আগলে ফিফটি তুলে নেন আরেক ওপেনার ব্রায়ান বেনেট। দ্বিতীয় ও তৃতীয় উইকেটে তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন নিক ওয়েখ (১০) ও শন উইলিয়ামস (৯)। ওয়েখকে তাইজুল ইসলাম আর উইলিয়ামসকে ফেরান মিরাজ।
এরপর ফিফটি হাঁকানো বেনেটকেও সাজঘরে ফেরান মিরাজ। ৮১ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৪ রান করেন বেনেট। ১২৮ রানে চতুর্থ উইকেট হারানো জিম্বাবুয়ে পঞ্চম উইকেট হারায় দলীয় ১৪৪ রানে। ১০ রান করা ক্রেইগ আরভিনকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন তাইজুল। দলীয় ১৪৫ রানে মিরাজের ঘূর্ণিতে পরাস্ত হয়ে সাজঘরে ফেরেন নিয়াশা মায়াবো। ৪ বলে ১ রান করেন এ ব্যাটার।
এর আগে প্রথম ইনিংসে ১৯১ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামে ২৫৫ রানে। প্রথম ইনিংসে ২৭৩ রান করেছিল জিম্বাবুয়ে।