সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের আজ জন্মদিন। এ উপলক্ষে শুভেচ্ছা জানাতে গিয়ে তাকে ‘আগামীর প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
জন্মদিনে নাহিদকে ‘আগামীর প্রধানমন্ত্রী’ বলে শুভেচ্ছা জানালেন হাসনাত।
সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে নাহিদের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন হাসনাত। তার ক্যাপশনে লেখেন, শুভ জন্মদিন। বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম।
পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই নাহিদকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।