পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছে খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলায় অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনী ১৭ ‘সন্ত্রাসীকে’ হত্যা করেছে।
একদিন আগে, একই অঞ্চলে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করার সময় ৫৪ ‘সন্ত্রাসীকে’ হত্যা করে সেনাবাহিনী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) অনুসারে, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযানে একক লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত সন্ত্রাসীর সংখ্যা এটিই সর্বোচ্চ।’
সোমবার জারি করা আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তান জেলার হাসান খেলের আশেপাশের এলাকায় একটি স্যানিটাইজেশন অভিযান পরিচালিত হয়েছিল।’
আইএসপিআর আরও জানায়, ‘অভিযান পরিচালনার সময়, আরও সতেরোজন নিহত হন। যারা তাদের ভারতীয় প্রভুদের নির্দেশে কাজ করছিল। তাদের খুঁজে বের করা হয়েছে এবং সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।’
ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলেও জানায় আইএসপিআর।
বিবৃতিতে বলা হয়েছে, ‘নিরাপত্তা বাহিনী দেশের সীমান্ত সুরক্ষিত করতে এবং পাকিস্তানের শান্তি, স্থিতিশীলতা এবং অগ্রগতি বজায় রাখতে নাশকতার চেষ্টা ব্যর্থ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’