, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জমির মাটি কাটার সময় পাওয়া গেল অবিস্ফোরিত মর্টার শেল

  • SURMA TV 24
  • Update Time : ০৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • ১৩৭৯ Time View


অনলাইন নিউজ ডেস্ক:

মুন্সীগঞ্জের গজারিয়ায় জমির মাটি কেটে আইল বানানোর সময় অবিস্ফোরিত একটি মর্টার শেল পাওয়া গেছে। এ খবর জানাজানি হলে স্থানীয় লোকজন মর্টার শেলটি দেখতে ভিড় করেন। দুর্ঘটনা প্রতিরোধে পাহারা বসিয়েছে পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) সকাল ৭টায় উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মসজিদ সংলগ্ন হানিফার জমিতে মর্টার শেলটি পাওয়া যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক্সক্যাভেটর চালক আপন সরদার জানান, সকাল ৭টার সময় এক্সক্যাভেটর দিয়ে স্থানীয় একটি জমিতে আইল বানানো হচ্ছিল। সে সময় এক্সক্যাভেটরের চাকায় বড় ধাতব খণ্ডের মতো কিছু আটকায়। মাটির নিচ থেকে সেই ধাতব খণ্ডটি উপরে তোলেন তিনি। আশপাশের কয়েকজন ধাতব খণ্ডটি দেখার পর আরও লোকজন তা দেখতে আসতে থাকলে তিনি সেটা মাটি চাপা দিয়ে দেন। পরে স্থানীয় কয়েকজন ব্যক্তি বস্তুটিকে মর্টার শেল দাবি করে সন্ধ্যায় পুলিশে খবর দেন।

এদিকে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সোমবার সন্ধ্যায় ঘটনাস্থলে যায় পুলিশ। প্রাথমিক পর্যবেক্ষণে তারা বস্তুটি মর্টার শেল বলে জানিয়েছে। মর্টার শেলটির আকৃতি দেখে সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জননিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে পুলিশি পাহারা বসানো হয়েছে। জনগণকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। মর্টার শেলটি মুক্তিযুদ্ধের সময়ের নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার তা সঠিকভাবে বলা যাচ্ছে না।’

২৯/৪/২০২৫/সুরমা টিভি/শামীমা

Popular Post

জমির মাটি কাটার সময় পাওয়া গেল অবিস্ফোরিত মর্টার শেল

Update Time : ০৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫


অনলাইন নিউজ ডেস্ক:

মুন্সীগঞ্জের গজারিয়ায় জমির মাটি কেটে আইল বানানোর সময় অবিস্ফোরিত একটি মর্টার শেল পাওয়া গেছে। এ খবর জানাজানি হলে স্থানীয় লোকজন মর্টার শেলটি দেখতে ভিড় করেন। দুর্ঘটনা প্রতিরোধে পাহারা বসিয়েছে পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) সকাল ৭টায় উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মসজিদ সংলগ্ন হানিফার জমিতে মর্টার শেলটি পাওয়া যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক্সক্যাভেটর চালক আপন সরদার জানান, সকাল ৭টার সময় এক্সক্যাভেটর দিয়ে স্থানীয় একটি জমিতে আইল বানানো হচ্ছিল। সে সময় এক্সক্যাভেটরের চাকায় বড় ধাতব খণ্ডের মতো কিছু আটকায়। মাটির নিচ থেকে সেই ধাতব খণ্ডটি উপরে তোলেন তিনি। আশপাশের কয়েকজন ধাতব খণ্ডটি দেখার পর আরও লোকজন তা দেখতে আসতে থাকলে তিনি সেটা মাটি চাপা দিয়ে দেন। পরে স্থানীয় কয়েকজন ব্যক্তি বস্তুটিকে মর্টার শেল দাবি করে সন্ধ্যায় পুলিশে খবর দেন।

এদিকে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সোমবার সন্ধ্যায় ঘটনাস্থলে যায় পুলিশ। প্রাথমিক পর্যবেক্ষণে তারা বস্তুটি মর্টার শেল বলে জানিয়েছে। মর্টার শেলটির আকৃতি দেখে সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জননিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে পুলিশি পাহারা বসানো হয়েছে। জনগণকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। মর্টার শেলটি মুক্তিযুদ্ধের সময়ের নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার তা সঠিকভাবে বলা যাচ্ছে না।’

২৯/৪/২০২৫/সুরমা টিভি/শামীমা