, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আল নাসরের এএফসি চ্যাম্পিয়ন্স লিগকাওয়াসাকির কাছে হেরে সেমি থেকে বিদায়।

  • SURMA TV 24
  • Update Time : ৩ ঘন্টা আগে
  • ১৩৭১ Time View

সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জাপানিজ ক্লাব কাওয়াসাকির কাছে হেরে সেমিফাইনাল থেকেই ছিটকে গেল ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। বুধবার (৩০ এপ্রিল) জেদ্দায় জাপানিজ ক্লাবটির কাছে ৩-২ গোলে হেরেছে নাসর।

পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েও জয় পেল না আল নাসর। জেদ্দায় রোনালদোর বেশকিছু প্রচেষ্টা ব্যর্থ হয়। ফলে গোলের দেখাও পাননি পর্তুগিজ এই মহাতারকা। গোলের শুরুটা হয় ম্যাচের দশম মিনিটে। তাতসুয়া ইতো জাপানিজ ক্লাবটিকে লিড এনে দেন। তবে সমতায় ফিরতে বেশি দেরি করেনি আল নাসর। ২৮তম মিনিটে বউশালের পাস থেকে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে আল নাসরকে সমতায় ফেরান সাদিও মানে।

তবে লিড নিয়েই বিরতিতে যায় কাওয়াসাকি। ৪১তম মিনিটে ওজেকি কাওয়াসাকিকে ২-১ গোলে এগিয়ে দেন। প্রথম হাফে তেমন কোনো গোলের সুযোগ করতে না পারলেও রোনালদোর দ্বিতীয়ার্ধে বেশকিছু সুযোগ পেয়েছিলেন গোল করার।

দ্বিতীয়ার্ধে চাপ বাড়িয়ে খেলে আল নাসর। রোনালদোর একটি হেড প্রতিপক্ষের বাড়ে লেগে ফিরে আসে। ৭৬তম মিনিটে আল নাসরের জালে আরও একবার বল পাঠায় কাওয়াসাকি। এবারের গোল স্কোরার ইয়েনাগা। এই গোলের পরই আল নাসরের ফাইনালে যাওয়ার আশা শেষ হয় যায়।

৮৭তম মিনিটে ইয়াহিয়ার দূরপাল্লার শট জালের দেখা পেলে কিছুটা আশা জাগে আল নাসরের। ম্যাচে বাড়ানো সময়ের পঞ্চম মিনিটে রোনালদোর নেয়া ফ্রি কিক দুর্দান্তভাবে সেভ করেন কাওয়াসাকির গোলকিপার। এই গোলটি হলে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াত। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। ২-৩ গোলে হার নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।

আগামী শনিবার (৩ মে) এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে কাওয়াসাকির প্রতিপক্ষ আরেক সৌদি ক্লাব আল আহলি। সেমিফাইনালে তারা আল হিলালকে হারিয়ে ফাইনালের টিকিট কাটে।

আল নাসরের এএফসি চ্যাম্পিয়ন্স লিগকাওয়াসাকির কাছে হেরে সেমি থেকে বিদায়।

Update Time : ৩ ঘন্টা আগে

সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জাপানিজ ক্লাব কাওয়াসাকির কাছে হেরে সেমিফাইনাল থেকেই ছিটকে গেল ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। বুধবার (৩০ এপ্রিল) জেদ্দায় জাপানিজ ক্লাবটির কাছে ৩-২ গোলে হেরেছে নাসর।

পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েও জয় পেল না আল নাসর। জেদ্দায় রোনালদোর বেশকিছু প্রচেষ্টা ব্যর্থ হয়। ফলে গোলের দেখাও পাননি পর্তুগিজ এই মহাতারকা। গোলের শুরুটা হয় ম্যাচের দশম মিনিটে। তাতসুয়া ইতো জাপানিজ ক্লাবটিকে লিড এনে দেন। তবে সমতায় ফিরতে বেশি দেরি করেনি আল নাসর। ২৮তম মিনিটে বউশালের পাস থেকে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে আল নাসরকে সমতায় ফেরান সাদিও মানে।

তবে লিড নিয়েই বিরতিতে যায় কাওয়াসাকি। ৪১তম মিনিটে ওজেকি কাওয়াসাকিকে ২-১ গোলে এগিয়ে দেন। প্রথম হাফে তেমন কোনো গোলের সুযোগ করতে না পারলেও রোনালদোর দ্বিতীয়ার্ধে বেশকিছু সুযোগ পেয়েছিলেন গোল করার।

দ্বিতীয়ার্ধে চাপ বাড়িয়ে খেলে আল নাসর। রোনালদোর একটি হেড প্রতিপক্ষের বাড়ে লেগে ফিরে আসে। ৭৬তম মিনিটে আল নাসরের জালে আরও একবার বল পাঠায় কাওয়াসাকি। এবারের গোল স্কোরার ইয়েনাগা। এই গোলের পরই আল নাসরের ফাইনালে যাওয়ার আশা শেষ হয় যায়।

৮৭তম মিনিটে ইয়াহিয়ার দূরপাল্লার শট জালের দেখা পেলে কিছুটা আশা জাগে আল নাসরের। ম্যাচে বাড়ানো সময়ের পঞ্চম মিনিটে রোনালদোর নেয়া ফ্রি কিক দুর্দান্তভাবে সেভ করেন কাওয়াসাকির গোলকিপার। এই গোলটি হলে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াত। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। ২-৩ গোলে হার নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।

আগামী শনিবার (৩ মে) এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে কাওয়াসাকির প্রতিপক্ষ আরেক সৌদি ক্লাব আল আহলি। সেমিফাইনালে তারা আল হিলালকে হারিয়ে ফাইনালের টিকিট কাটে।