অনলাইন নিউজ ডেস্ক:
পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ১৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৬৬৯ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৪৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) পুলিশ সদরদফতরে এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় (৩০ এপ্রিল) দেশব্যাপী পুলিশ সদস্যরা একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ১৩৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
এসময় একটি পিস্তল, একটি দেশীয় তৈরি এলজি, ১ রাউন্ড গুলি, একটি গুলির খোসা, ৫ রাউন্ড কার্তুজ, ৫ রাউন্ড শর্টগানের শীশা বুলেট ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।
পুলিশ সদরদফতর আরও জানায়, সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
১/৫/২০২৫/সুরমা টিভি/ শামীমা