সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:
সুন্দরবনের জ্ঞানপাড়া এলাকা থেকে ট্রলার বোঝাই হরিণ ধরার ফাঁদ জব্দ করেছে বন বিভাগ। তবে চোরা শিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সুন্দরবনে ট্রলার বোঝাই হরিণ শিকারের ফাঁদ জব্দ।
শুক্রবার (২ মে) রাত ১২টার দিকে পূর্ব সুন্দরবন বিভাগের জ্ঞানপাড়া টহল ফাঁড়ির সদস্যরা এ অভিযান চালান।
পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, দায়িত্ব গ্রহণের পরই সুন্দরবনের বিভিন্ন এলাকায় চোরা শিকারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর উদ্যোগ নেয়া হয়। তারই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জ্ঞানপাড়া মাঝেরচরের পশ্চিম পাড় এলাকায় ফরেস্টার আসাদুজ্জামানের নেতৃত্বে অভিযান চালানো হয়।
অভিযানের সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে শিকারিরা ট্রলার ও হরিণ ধরার ফাঁদ ফেলে বনের গহীনে পালিয়ে যায়। পরে ট্রলার ও আশপাশের এলাকা তল্লাশি করে ৬ বস্তা হরিণ ধরার ফাঁস, ১০ মণ বরফ এবং একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়।
চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা রানা দেব জানান, আসামি শনাক্ত ও ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত হরিণ ধরার ফাঁদ এবং ট্রলারের বিরুদ্ধে বন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি বলেন,বন, বনজ সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগ সর্বদা সচেষ্ট। চোরা শিকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।