, রবিবার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোটিশ :

ইসরাইলের প্রধান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

  • SURMA TV 24
  • Update Time : এক ঘন্টা আগে
  • ১৩৭০ Time View

ইয়েমেন থেকে ইসরাইলের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র দেশটির প্রধান বিমানবন্দরের কাছে পড়েছে বলে দাবি তেল আবিবের। রোববার (৪ মে) দেশটির বেন গুরিওন বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।
রোববার (৪ মে) রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়।

বিমানবন্দরের মুখপাত্রের মতে, এতে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিমানবন্দরে ট্রেন চলাচলও স্থগিত করা হয়েছে। পুলিশ জনসাধারণকে ওই এলাকায় আসা থেকে বিরত থাকতে অনুরোধ করেছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের তদন্ত করছে, যা বিমানবন্দরের আশেপাশে পড়েছে।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ফুটেজে একটি যাত্রী টার্মিনাল থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।

এছাড়া বিমানবন্দরে রয়টার্সের একজন প্রতিবেদক সাইরেন শুনতে পান এবং যাত্রীদের নিরাপদ কক্ষের দিকে দৌড়ে যেতে দেখেন।

এদিকে, ইসরাইলি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে একজন পুরুষ এবং একজন নারী সামান্য আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আতঙ্কগ্রস্ত হওয়ায় ঘটনাস্থলে দুইজনকে চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে, বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি টার্মিনাল ৩-এর একটি পার্কিং লটের কাছে একটি রাস্তার ধারে আছড়ে পড়েছিল। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ছবিতে রাস্তাটিতে ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা গেছে।

ইসরাইলের প্রধান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

Update Time : এক ঘন্টা আগে

ইয়েমেন থেকে ইসরাইলের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র দেশটির প্রধান বিমানবন্দরের কাছে পড়েছে বলে দাবি তেল আবিবের। রোববার (৪ মে) দেশটির বেন গুরিওন বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।
রোববার (৪ মে) রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়।

বিমানবন্দরের মুখপাত্রের মতে, এতে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিমানবন্দরে ট্রেন চলাচলও স্থগিত করা হয়েছে। পুলিশ জনসাধারণকে ওই এলাকায় আসা থেকে বিরত থাকতে অনুরোধ করেছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের তদন্ত করছে, যা বিমানবন্দরের আশেপাশে পড়েছে।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ফুটেজে একটি যাত্রী টার্মিনাল থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।

এছাড়া বিমানবন্দরে রয়টার্সের একজন প্রতিবেদক সাইরেন শুনতে পান এবং যাত্রীদের নিরাপদ কক্ষের দিকে দৌড়ে যেতে দেখেন।

এদিকে, ইসরাইলি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে একজন পুরুষ এবং একজন নারী সামান্য আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আতঙ্কগ্রস্ত হওয়ায় ঘটনাস্থলে দুইজনকে চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে, বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি টার্মিনাল ৩-এর একটি পার্কিং লটের কাছে একটি রাস্তার ধারে আছড়ে পড়েছিল। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ছবিতে রাস্তাটিতে ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা গেছে।