ইরানের মাশহাদ শহরের একটি বিশাল মোটরসাইকেল ও টায়ার ফ্যাক্টরিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার (৪ মে) বিস্ফোরণের পর সেখান থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যায়। খবর জেরুজালেম পোস্টের।
এদিকে মাশহাদ ছাড়াও ইরানের কওম শহরেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানা যায়নি।
বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই আবারও বিস্ফোরণে ঘটনা ঘটলো। গত ২৬ এপ্রিল ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসের বন্দরে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৭০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ।