, সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশি কিশোর নিহত, গুলিবিদ্ধ ভারতীয় নাগরিক, সীমান্তে বিএসএফের গুলিতে।

  • SURMA TV 24
  • Update Time : ১৯ মিনিট আগে
  • ১৩৭২ Time View

সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাকিব (১৭) নামে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় সুজন বর্মণ (৩৫) নামে এক ভারতীয় নাগরিকও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
রোববার (৪ মে) দিবাগত রাতে উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাকিব উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গুচ্ছ গ্রামের মোতালেব হোসেনের ছেলে।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার রাতে মাদলা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর সাকিব ও ভারতীয় এক নাগরিক গুলিবিদ্ধ হন। আহত সাকিবকে কুমিল্লা ও ভারতীয় নাগরিককে ঢাকায় পাঠান স্থানীয়রা। এরমধ্যে সাকিব সোমবার (৫ মে) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। চিকিৎসাধীন ভারতীয় নাগরিকের বিস্তারিত জানার চেষ্টা চলছে।
মাদলার স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন বলেন, ‘নিহত কিশোরের মরদেহ বাড়িতে আনা হয়েছে। আমরা তার বাড়িতে যাচ্ছি। কী কারণে তারা সীমান্তে গিয়েছিল তা জানার চেষ্টা করছি।
এই বিষয়ে জানতে বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমানের মোবাইল ফোনে কল দেয়া হলে তিনি রিসিভ করেননি।
তবে ঘটনা সম্পর্কে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামিউল ইসলাম জানান, রাতে ভারতীয় যুবক সুজনের মাধ্যমে চোরাই মোটরসাইকেল আনার জন্য মাদলা সীমান্তে যায় সাকিব। এ সময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন সুজন ও সাকিব।
পরে সাকিবকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ নিজ বাড়িতে নেয়া হয়েছে।

বাংলাদেশি কিশোর নিহত, গুলিবিদ্ধ ভারতীয় নাগরিক, সীমান্তে বিএসএফের গুলিতে।

Update Time : ১৯ মিনিট আগে

সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাকিব (১৭) নামে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় সুজন বর্মণ (৩৫) নামে এক ভারতীয় নাগরিকও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
রোববার (৪ মে) দিবাগত রাতে উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাকিব উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গুচ্ছ গ্রামের মোতালেব হোসেনের ছেলে।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার রাতে মাদলা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর সাকিব ও ভারতীয় এক নাগরিক গুলিবিদ্ধ হন। আহত সাকিবকে কুমিল্লা ও ভারতীয় নাগরিককে ঢাকায় পাঠান স্থানীয়রা। এরমধ্যে সাকিব সোমবার (৫ মে) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। চিকিৎসাধীন ভারতীয় নাগরিকের বিস্তারিত জানার চেষ্টা চলছে।
মাদলার স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন বলেন, ‘নিহত কিশোরের মরদেহ বাড়িতে আনা হয়েছে। আমরা তার বাড়িতে যাচ্ছি। কী কারণে তারা সীমান্তে গিয়েছিল তা জানার চেষ্টা করছি।
এই বিষয়ে জানতে বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমানের মোবাইল ফোনে কল দেয়া হলে তিনি রিসিভ করেননি।
তবে ঘটনা সম্পর্কে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামিউল ইসলাম জানান, রাতে ভারতীয় যুবক সুজনের মাধ্যমে চোরাই মোটরসাইকেল আনার জন্য মাদলা সীমান্তে যায় সাকিব। এ সময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন সুজন ও সাকিব।
পরে সাকিবকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ নিজ বাড়িতে নেয়া হয়েছে।