, সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভারত-পাকিস্তান অচলঅবস্থা নিয়ে যা বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

  • SURMA TV 24
  • Update Time : ১৩ মিনিট আগে
  • ১৩৭০ Time View

ভারত-পাকিস্তানের চলমান সংকটের মধ্যে পাকিস্তানের রাজধানীতে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সোমবার (৫ মে) এক দিনের সফরে তিনি ইসলামাবাদে পৌঁছান। এ সময় পাকিস্তানের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির।
২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর তীব্র উত্তেজনা বিরাজ করছে দু’দেশের মধ্যে।

ভারত এই মারাত্মক হামলায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ করেছে, যা ইসলামাবাদ অস্বীকার করেছে। উল্টো পাকিস্তান দাবি করেছে, তাদের কাছে ‘বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য’ আছে যে ভারত সামরিক পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছে। যা পারমাণবিক অস্ত্রধারী প্রতিদ্বন্দ্বী দেশ দুটির মধ্যে যুদ্ধের আশঙ্কা তৈরি করছে।
এদিকে, পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর স্পষ্টভাবে বলেনি যে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই অচলাবস্থা নিয়ে আলোচনা করবেন। তবে ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদাম রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন যে বিষয়টি আলোচ্যসূচিতে থাকবে।

রেজা আমিরি আরও জানান, ‘পাকিস্তান ও ভারত উভয়ের সাথেই ইরানের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে, উপমহাদেশে উত্তেজনা কমানোর উপায়গুলো আরাকচির বৈঠকের সময় অনুসরণ করা বিষয়গুলোর মধ্যে থাকবে।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি, একদিনের জন্য ইসলামাবাদে থাকবেন। এই সপ্তাহের শেষের দিকে দিল্লি সফর করবেন বলে আশা করা হচ্ছে। সাম্প্রতিক উত্তেজনার আগে এই সফরের পরিকল্পনা করা হয়েছিল কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

ভারত-পাকিস্তান অচলঅবস্থা নিয়ে যা বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Update Time : ১৩ মিনিট আগে

ভারত-পাকিস্তানের চলমান সংকটের মধ্যে পাকিস্তানের রাজধানীতে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সোমবার (৫ মে) এক দিনের সফরে তিনি ইসলামাবাদে পৌঁছান। এ সময় পাকিস্তানের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির।
২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর তীব্র উত্তেজনা বিরাজ করছে দু’দেশের মধ্যে।

ভারত এই মারাত্মক হামলায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ করেছে, যা ইসলামাবাদ অস্বীকার করেছে। উল্টো পাকিস্তান দাবি করেছে, তাদের কাছে ‘বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য’ আছে যে ভারত সামরিক পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছে। যা পারমাণবিক অস্ত্রধারী প্রতিদ্বন্দ্বী দেশ দুটির মধ্যে যুদ্ধের আশঙ্কা তৈরি করছে।
এদিকে, পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর স্পষ্টভাবে বলেনি যে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই অচলাবস্থা নিয়ে আলোচনা করবেন। তবে ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদাম রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন যে বিষয়টি আলোচ্যসূচিতে থাকবে।

রেজা আমিরি আরও জানান, ‘পাকিস্তান ও ভারত উভয়ের সাথেই ইরানের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে, উপমহাদেশে উত্তেজনা কমানোর উপায়গুলো আরাকচির বৈঠকের সময় অনুসরণ করা বিষয়গুলোর মধ্যে থাকবে।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি, একদিনের জন্য ইসলামাবাদে থাকবেন। এই সপ্তাহের শেষের দিকে দিল্লি সফর করবেন বলে আশা করা হচ্ছে। সাম্প্রতিক উত্তেজনার আগে এই সফরের পরিকল্পনা করা হয়েছিল কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।