, বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জৈন্তাপুরে দি-মেঘালয় টি এষ্টেট’র নামে চা-বাগান ইজারা বাতিলকরণে দাবিতে মানববন্ধন।

  • SURMA TV 24
  • Update Time : ০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • ১৩৭৮ Time View

Oplus_131072

সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:

গোলাম সরওয়ার বেলাল, জৈন্তাপুর প্রতিনিধি : দি-মেঘালয় টি এষ্টেট’র নামে চা-বাগান ইজারা বাতিলকরণে জীবন দিয়ে হলেও আমাদের শত বছরের বাপ-দাদার বসতভিটার ভূমি রক্ষা করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন স্থানীয় চারিকাটা ইউনিয়নের জনগণ। জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের অর্ন্তগত পাঁচ’টি মৌজার অকৃষি সরকারি খাস জমি দি-মেঘালয় টি এষ্টেট নামীয় ইজারা বাতিলকরণ ও  জমিতে বসবাসরত ভূমিহীনদের বসতবাড়ী রক্ষা করার দাবী জানিয়ে এলাকাবাসি আয়োজিত এক প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

উপজেলার চারিকাটা ইউনিয়নের ৫ টি মৌজার অন্তত ২ হাজার ৩শত পরিবারের ভোগ-দখলীয় জায়গার অন্তভূক্ত ভূমিতে দি মেঘালয় টি এষ্টেট চা-বাগানের নামে লীজ দেওয়া ভূমির ইজারা বাতিল করত: ভূমিহীনদের বসতবাড়ী রক্ষা ও স্থানীয়দের মধ্যে স্থায়ী ভাবে জায়গা বন্দোবস্ত প্রদান এবং সীমানা নির্দারণ কার্যক্রম বন্ধের দাবীতে স্থানীয় চারিকাটা এলাকাবাসি আয়োজিত এই প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

৬ মে-২০২৫ খ্রি মঙ্গলবার দুপুর ২টায় চতুল-চারিকাটা লালাখাল-রাস্তার ভিত্রিখেল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদ।

এতে বক্তব্য রাখেন চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান করিম, সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল,সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন বিলাল, বাংলাদেশ জামায়াতে ইসলামী জৈন্তাপুর উপজেলা শাখার সাবেক আমীর মাওলানা নাজমুল ইসলাম, ইউপি সদস্য হাফিজ জালাল উদ্দিন, মাওলানা কামাল আহমদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ। 

এতে বক্তারা আরও বলেন, জৈন্তাপুর উপজেলার  চারিকাটা ইউনিয়নের হত দরিদ্র ভূমিহীন বাসিন্দাগণ অত্র ইউনিয়নের ভিত্রিখেল পূর্ব, ভিত্রিখেল পশ্চিম, ভিত্রিখেল উত্তর, নয়াখেল উত্তর, নয়াখেল দক্ষিন  পাঁচ’টি মৌজায় সরকারি খাস জমিতে বসতবাড়ী নির্মাণ করে বংশানুক্রমে বসবাস করে আসছেন। পাঁচ’টি মৌজায় অন্তত ২ হাজার ৩ শত  পরিবারের অন্তত ১৫ হাজার লোকের বসবাস রয়েছে। 

বিগত ২০১০ সাল থেকে আমরা এলাকাবাসি দি-মেঘালয় টি এষ্টেট নামীয় কোম্পানীর নামে ভূমি বন্দোবস্ত প্রক্রিয়া বাতিল করার দাবি জানিয়ে আসছি। আওয়ামী লীগ সরকারের আমলে একজন মন্ত্রীর আত্মীয় রাজনৈতিক প্রভাব কাটিয়ে দি মেঘালয় চা-বাগানের নামে লীজ দেওয়া হয়েছিল। 

স্থানীয়দের আন্দোলনের ফলে এখানে ৯ শত ৩১টি পরিবারের তালিকা করা হয় । অবশিষ্ট ১ হাজার ৩ শত পরিবারের তালিকা তৈরী করা হয় নাই। 

এখানে বসবাস করা অবশিষ্ট পরিবারের তালিকা তৈরী করার আহবান জানান । মানববন্ধনে দি-মেঘালয় টি এষ্টেট নামীয় নবায়নকৃত ইজারা বাতিল করতঃ 

সরজমিনে তদন্ত পূর্বক এখানে বসবাসরত ভূমিহীন পরিবারের মধ্যে স্থায়ীভাবে বন্দোবস্ত প্রদান করার দাবী জানানো হয়েছে। 

এদিকে দি-মেঘালয় টি এষ্টেট নামীয় জমির সীমানা নির্দারণ কার্যক্রম বন্ধ রাখতে সিলেটের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সিলেট , জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) বরাবর এলাকা বাসির পক্ষ থেকে পৃথক ভাবে লিখিত আবেদন করা হয়েছে।

জৈন্তাপুরে দি-মেঘালয় টি এষ্টেট’র নামে চা-বাগান ইজারা বাতিলকরণে দাবিতে মানববন্ধন।

Update Time : ০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:

গোলাম সরওয়ার বেলাল, জৈন্তাপুর প্রতিনিধি : দি-মেঘালয় টি এষ্টেট’র নামে চা-বাগান ইজারা বাতিলকরণে জীবন দিয়ে হলেও আমাদের শত বছরের বাপ-দাদার বসতভিটার ভূমি রক্ষা করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন স্থানীয় চারিকাটা ইউনিয়নের জনগণ। জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের অর্ন্তগত পাঁচ’টি মৌজার অকৃষি সরকারি খাস জমি দি-মেঘালয় টি এষ্টেট নামীয় ইজারা বাতিলকরণ ও  জমিতে বসবাসরত ভূমিহীনদের বসতবাড়ী রক্ষা করার দাবী জানিয়ে এলাকাবাসি আয়োজিত এক প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

উপজেলার চারিকাটা ইউনিয়নের ৫ টি মৌজার অন্তত ২ হাজার ৩শত পরিবারের ভোগ-দখলীয় জায়গার অন্তভূক্ত ভূমিতে দি মেঘালয় টি এষ্টেট চা-বাগানের নামে লীজ দেওয়া ভূমির ইজারা বাতিল করত: ভূমিহীনদের বসতবাড়ী রক্ষা ও স্থানীয়দের মধ্যে স্থায়ী ভাবে জায়গা বন্দোবস্ত প্রদান এবং সীমানা নির্দারণ কার্যক্রম বন্ধের দাবীতে স্থানীয় চারিকাটা এলাকাবাসি আয়োজিত এই প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

৬ মে-২০২৫ খ্রি মঙ্গলবার দুপুর ২টায় চতুল-চারিকাটা লালাখাল-রাস্তার ভিত্রিখেল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদ।

এতে বক্তব্য রাখেন চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান করিম, সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল,সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন বিলাল, বাংলাদেশ জামায়াতে ইসলামী জৈন্তাপুর উপজেলা শাখার সাবেক আমীর মাওলানা নাজমুল ইসলাম, ইউপি সদস্য হাফিজ জালাল উদ্দিন, মাওলানা কামাল আহমদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ। 

এতে বক্তারা আরও বলেন, জৈন্তাপুর উপজেলার  চারিকাটা ইউনিয়নের হত দরিদ্র ভূমিহীন বাসিন্দাগণ অত্র ইউনিয়নের ভিত্রিখেল পূর্ব, ভিত্রিখেল পশ্চিম, ভিত্রিখেল উত্তর, নয়াখেল উত্তর, নয়াখেল দক্ষিন  পাঁচ’টি মৌজায় সরকারি খাস জমিতে বসতবাড়ী নির্মাণ করে বংশানুক্রমে বসবাস করে আসছেন। পাঁচ’টি মৌজায় অন্তত ২ হাজার ৩ শত  পরিবারের অন্তত ১৫ হাজার লোকের বসবাস রয়েছে। 

বিগত ২০১০ সাল থেকে আমরা এলাকাবাসি দি-মেঘালয় টি এষ্টেট নামীয় কোম্পানীর নামে ভূমি বন্দোবস্ত প্রক্রিয়া বাতিল করার দাবি জানিয়ে আসছি। আওয়ামী লীগ সরকারের আমলে একজন মন্ত্রীর আত্মীয় রাজনৈতিক প্রভাব কাটিয়ে দি মেঘালয় চা-বাগানের নামে লীজ দেওয়া হয়েছিল। 

স্থানীয়দের আন্দোলনের ফলে এখানে ৯ শত ৩১টি পরিবারের তালিকা করা হয় । অবশিষ্ট ১ হাজার ৩ শত পরিবারের তালিকা তৈরী করা হয় নাই। 

এখানে বসবাস করা অবশিষ্ট পরিবারের তালিকা তৈরী করার আহবান জানান । মানববন্ধনে দি-মেঘালয় টি এষ্টেট নামীয় নবায়নকৃত ইজারা বাতিল করতঃ 

সরজমিনে তদন্ত পূর্বক এখানে বসবাসরত ভূমিহীন পরিবারের মধ্যে স্থায়ীভাবে বন্দোবস্ত প্রদান করার দাবী জানানো হয়েছে। 

এদিকে দি-মেঘালয় টি এষ্টেট নামীয় জমির সীমানা নির্দারণ কার্যক্রম বন্ধ রাখতে সিলেটের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সিলেট , জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) বরাবর এলাকা বাসির পক্ষ থেকে পৃথক ভাবে লিখিত আবেদন করা হয়েছে।