পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানিয়ে বার্তা দিয়েছে ইসরাইল।
ভারতে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত রুভেন আজার বলেছেন, ইসরাইল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে এবং সন্ত্রাসীদের জানা উচিত যে ‘নিরপরাধদের বিরুদ্ধে তাদের জঘন্য অপরাধ থেকে’ লুকানোর কোনো জায়গা নেই।
সামাজিক মাধ্যম এক্সে পোস্ট দিয়ে এসব কথা বলেন ইসরাইলি রাষ্ট্রদূত।
স্থানীয় গণমাধ্যম বলছে, ভারতের সাথে ইসরাইলের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক রয়েছে, বিশেষ করে ‘সন্ত্রাসবাদ-বিরোধী প্রচেষ্টায়’।
২০১৭ সালে ইসরাইলি কর্মকর্তারা বলেছিলেন, ‘পাকিস্তান থেকে উদ্ভূত সন্ত্রাসবাদের ইস্যুতে’ ইসরাইল ভারতকে পূর্ণ সমর্থন করে।
ভারত এবং ইসরাইল একই ধরনের হুমকির সম্মুখীন এবং তাদের আত্মরক্ষার অধিকার রয়েছে বলে দাবি করে আসছে উভয় পক্ষ।
এদিকে, পাকিস্তানে ভারতীয় সশস্ত্র বাহিনীর হামলার পর প্রথম দেশ হিসেবে ইসলামাবাদের সাথে সংহতি প্রকাশ করেছে তুরস্ক।
বুধবার (৭ মে) সকালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘ভারতের বিনা উসকানিতে পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যার ঘটনার বিরুদ্ধে ইসলামাবাদের সাথে সংহতি প্রকাশ করতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোনে কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।’