পাকিস্তানে ভারতের সামরিক আক্রমণ ২০১৯ সালের তুলনায় বড় পরিসরে হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের বিশ্লেষক মাইকেল কুগেলম্যান।
সামাজিকমাধ্যমে এক পোস্টে কুগেলম্যান বলেন, ‘পাকিস্তানে ভারতের হামলা ২০১৯ সালের হামলার চেয়ে অনেক বড় আকারের।’
অনেক প্রতিবেদন অনুসারে, এই হামলার জেরে পাকিস্তানের প্রতিক্রিয়াও বড় পরিসরে জানানো হয়েছে। যার মধ্যে বেশ কয়েকটি ভারতীয় বিমান ভূপাতিত করাও ছিল। তা ২০১৯ সালের হামলার মাত্রাকেও ছাড়িয়ে গেছে।
বুধবার (৭ মে) ভোরে পাকিস্তানের কাশ্মীরসহ অন্তত নয়টি স্থানে হামলা চালায় ভারত। এতে এরইমধ্যে ২৬ জন নিহত হয়েছেন। এরপরই পাল্টা আক্রমণ চালায় পাকিস্তান।
ভারতের এই হামলাকে ‘লজ্জাজনক’ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভারত এক বিবৃতিতে জানায়, ২২ এপ্রিল পহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার জবাবে এই হামলা চালানো হয়েছে।
২০১৯ সালে পুলওয়ামা হামলায় ভারতের বেশ কয়েকজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হন। এর জবাবে পাকিস্তানে হামলা চালায় ভারত।