সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে।
শুক্রবার (৯ মে) সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত আইভীকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন এবং আগামি ২৬ মে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য্য করেন।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার ভোরে শহরের দেওভোগ এলাকায় নিজ বাড়ি চুনকা কুটির থেকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করে আইনশৃংখলা বাহিনী। তার বিরুদ্ধে গত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে হত্যা, বিস্ফোরক ও হত্যার চেষ্টাসহ পাঁচটি মামলা রয়েছে।