সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে সিটি করপোরেশনের পানি ছিটানোর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
শুক্রবার (৯ মে) দুপুর ৩টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে সমাবেশ শুরু করে এনসিপি।
সরেজমিনে দেখা যায়, প্রচণ্ড রোদের কারণে সমাবেশস্থল গরমে অতিষ্ঠ হয়ে উঠেন আন্দোলনকারীরা। পরে সমাবেশস্থলের পরিবেশ ঠান্ডা রাখতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্প্রে কেনন পানি ছিটানো শুরু করে।
সিটি করপোরেশনের এমন উদ্যোগকে ধন্যবাদ জানান আন্দোলনকারীরা। তবে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করছেন অনেকেই।
এদিকে ডিএনসিসি বলছে, সমাবেশস্থলে তীব্র রোদ ও গরমে অস্বস্তিকর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করতে পানি ছিটানোর গাড়ি ব্যবহার করা হয়, যা নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ায়। যদিও এটি রুটিন সেবা কার্যক্রমের অংশ। এতে রাজনৈতিক পক্ষপাতের কোনো প্রশ্নই ওঠে না।
তাই পরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, রাজধানীতে চলমান তাপপ্রবাহের কারণে বিভিন্ন স্থানে মানুষের ভিড় হলে হিট স্ট্রোক এড়াতে স্বাভাবিকভাবেই পানি ছিটানো হচ্ছে। এটি কোনো রাজনৈতিক বিবেচনায় নয়, বরং নাগরিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এমন উদ্যোগ।
এ বিষয়ে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন,
যেখানে মানুষের জটলা হচ্ছে, সেখানেই ওয়াটার স্প্রে ভেহিকেল পাঠানো হচ্ছে। বাজার, টার্মিনাল, বাসস্ট্যান্ড, এমনকি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফেরার সময় সমাবেশেও এ গাড়ি ব্যবহার করা হয়েছিল। সম্প্রতি ফ্রি প্যালেস্টাইন নিয়ে আয়োজিত কর্মসূচিতেও একই ব্যবস্থা নেয়া হয়।
ডিএনসিসি প্রশাসক আরও বলেন,সমাবেশ রাজনৈতিক না অরাজনৈতিক—সেটা সিটি করপোরেশনের বিবেচ্য নয়। আমরা শুধু নাগরিক সুরক্ষা ও স্বাস্থ্যগত দিকটিই বিবেচনায় রাখি।