সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:
হোয়াইটওয়াশের মিশনে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ম্যাচ দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে লাল সবুজরা। তৃতীয় ওয়ানডেতেও দাপুটে পারফরম্যান্স বজায় রাখতে চায় স্বাগতিকরা।
টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ।
সিলেটে শনিবার (১০ মে) সকাল ৯টায় শুরু হয়েছে ম্যাচ। টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে নুরুল হাসান সোহানের দল।
প্রিয় ফরম্যাট ওয়ানডেতেই করুণ দশা। প্রায় দুই দশক পর নেমে গেছে র্যাঙ্কিংয়ের ১০ নম্বরে। সবশেষ ১ বছরে খেলা ৮ ওয়ানডের ৭টিতেই হেরেছে বাংলাদেশ। দুঃসময়ে ফিফটি ওভার ক্রিকেট নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে।
জাতীয় দলকে ঢেলে সাজানোর চেষ্টায় নীতি নির্ধারকরা। সেকারণেই নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজটায় বিশেষ নজর সবার। আর সেখানে ফুল মার্কস পাচ্ছেন ঐ টিমের ক্রিকেটাররা। ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে। অপেক্ষায় আছে হোয়াইটওয়াশেরও।
দাপুটে জয়ে আত্মবিশ্বাসী গোটা দল। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সোহান। এনামুল হক বিজয়ও আছেন গুড টাচে। শরিফুল, খালেদ, এবাদত, মোসাদ্দেকদের নিয়ে বোলিং ইউনিট ভোগাচ্ছে সফররতদের। জাতীয় দলের ফেরার স্বপ্ন যে বড় হচ্ছে পারফর্মারদের, তা আর বলার অপেক্ষা রাখে না।
এদিকে, জাতীয় দলে খেলার অভিজ্ঞতা সম্পন্ন ৯ ক্রিকেটারকে নিয়ে এসেও হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা পেতে চাইবে না নিউজিল্যান্ড ‘এ’ দল। লাক্কাতুরায় শেষ ম্যাচ রাঙাতে মরিয়া সফররতরা।
হোয়াইট বলের এই সিরিজ শেষে কিউই বাহিনীদের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচও খেলবে বাংলাদেশ ‘এ’ দল।