নিজের বাসভবনে উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবারের (১২ মে) বৈঠকে তিন বাহিনীর প্রধান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংসহ শীর্ষ সরকারি কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
সোমবার (১২ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। শনিবারের ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতির দুই দিন পর এই উচ্চ পর্যায়ের বৈঠকটি হচ্ছে।
সংবাদমাধ্যমটি বলছে, মোদির দিল্লির বাসভবনে হচ্ছে বৈঠকটি। এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী মোদি। এছাড়া উচ্চপর্যায়ের এ নিরাপত্তা বৈঠকে উপস্থিত রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধান—সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠী এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং।
বৈঠকে আরও উপস্থিত রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী, গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর তপন ডেকা এবং রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর প্রধান রবি সিনহা।
বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এমন এক সময়ে যখন মাত্র দু’দিন আগে ভারত ও পাকিস্তান সীমান্ত সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
এদিকে, উত্তেজনা প্রশমনের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করার জন্য সোমবার ভারত ও পাকিস্তানের সামরিক অভিযান প্রধানদেরও বৈঠক হওয়ার কথা রয়েছে।
২২ এপ্রিল পহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। হামলার সাথে পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ তুলে পাকিস্তানে হামলা চালায় ভারত। পাকিস্তানও পাল্টা হামলা করে। চারদিন তীব্র পাল্টাপাল্টি হামলার পর ১০ মে যুদ্ধবিরতি হয় ভারত-পাকিস্তানের।