, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের বিপক্ষে খেললে কোহলিকে মিস করবেন লিটন

  • SURMA TV 24
  • Update Time : ৬ ঘন্টা আগে
  • ১৩৭০ Time View

১৪ বছরের লম্বা টেস্ট ক্যারিয়ারের ইতি টেনেছেন বিরাট কোহলি। আজ (১২ মে) সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে সাদা জার্সির ক্রিকেটকে বিদায় বলেছেন প্রজন্মের অন্যতম সেরা ব্যাটার। কোহলির টেস্ট অবসর সাড়া ফেলেছে পুরো ক্রিকেটবিশ্বে। বাদ যাননি বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসও।
ক্ষুদ্রতম ফরম্যাটে অধিনায়ক হওয়ার পর আজ প্রথমবার সংবাদ সম্মেলনে আসেন লিটন। গণমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন দল নিয়ে পরিকল্পনা এবং নিজের পারফরম্যান্স নিয়ে ভাবনার কথা জানিয়েছেন। এসময় প্রশ্ন আসে বিরাটের অবসর নিয়েও। উত্তরে লিটন জানান, মাঠ এবং মাঠের বাইরে কোহলি অসাধারণ মানুষ। ভারতের বিপক্ষে খেললে এই ক্রিকেটারকে মিস করবেন বলেও জানিয়েছেন তিনি।

কোহলির অবসর প্রসঙ্গে লিটন বলেন, ‘মর্মাহত হওয়ার মতো কিছু নয় (কোহলির অবসর)। সে যথেষ্ট পরিণত একজন মানুষ। তার সিদ্ধান্তকে সম্মান করি। তিনি যা করেছেন ক্রিকেটে…. শুধু ভারতের হিসেবেই নয়, ওভারঅল সাদা বলের ক্রিকেট এবং টেস্ট ক্রিকেটের আক্রমণের ধরনই পরিবর্তন করে দিয়েছেন।’

আরও পড়ুন: বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ টেইট

কিছুটা আবেগতাড়িত হয়ে এরপর লিটন বলেন, ‘তার দৃষ্টিভঙ্গি বলেন, তার ক্রিকেটের জ্ঞান বলেন…এরকম একটা খেলোয়াড় টেস্ট খেলবে না…..একটা সময় তো সবাইকেই অবসর নিতে হবে৷ যদি আমি কখনো ভারতের সঙ্গে খেলি অবশ্যই মিস করব, যেহেতু অনেকদিন খেলেছি।’

বিরাটের সঙ্গে নিজের স্মৃতিচারণের প্রসঙ্গ এলে তেমন বিশেষ কিছু জানাতে পারেননি লিটন। তবে মাঠের আগ্রাসনের বাইরে কোহলির অসাধারণ ব্যক্তিত্বের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন টাইগার অধিনায়ক।

আরও পড়ুন: কবে অবসরে যাবেন রোহিত তার ইঙ্গিত দিলেন নিজেই

তিনি বলেন, ‘স্মৃতি বলতে… সব খেলোয়াড়দের সঙ্গেই কথোপকথন হয়। সে অনেক ভদ্র। মাঠের মধ্যে হয়তো অনেক আগ্রাসন দেখায় ক্রিকেটের জন্য। মাঠের বাইরে তিনি দারুণ একজন মানুষ। অনেক কথোপকথন হয়।’

২০১১ সালে টেস্টে অভিষেকের পর ১২৩ টেস্টে ৯২৩০ রান করেছেন কোহলি। একটা সময় গড়টা পঞ্চাশের বেশি থাকলেও শেষদিকে নেমে এসেছে ৪৬.৮৫-তে। এই ফরম্যাটে ৩০টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি, ডাবল সেঞ্চুরিরসংখ্যা ৭টি। তার সর্বোচ্চ রানের ইনিংসটি ২৫৪।
কিছুটা আবেগতাড়িত হয়ে এরপর লিটন বলেন, ‘তার দৃষ্টিভঙ্গি বলেন, তার ক্রিকেটের জ্ঞান বলেন…এরকম একটা খেলোয়াড় টেস্ট খেলবে না…..একটা সময় তো সবাইকেই অবসর নিতে হবে৷ যদি আমি কখনো ভারতের সঙ্গে খেলি অবশ্যই মিস করব, যেহেতু অনেকদিন খেলেছি।’

বিরাটের সঙ্গে নিজের স্মৃতিচারণের প্রসঙ্গ এলে তেমন বিশেষ কিছু জানাতে পারেননি লিটন। তবে মাঠের আগ্রাসনের বাইরে কোহলির অসাধারণ ব্যক্তিত্বের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন টাইগার অধিনায়ক।
তিনি বলেন, ‘স্মৃতি বলতে… সব খেলোয়াড়দের সঙ্গেই কথোপকথন হয়। সে অনেক ভদ্র। মাঠের মধ্যে হয়তো অনেক আগ্রাসন দেখায় ক্রিকেটের জন্য। মাঠের বাইরে তিনি দারুণ একজন মানুষ। অনেক কথোপকথন হয়।’

২০১১ সালে টেস্টে অভিষেকের পর ১২৩ টেস্টে ৯২৩০ রান করেছেন কোহলি। একটা সময় গড়টা পঞ্চাশের বেশি থাকলেও শেষদিকে নেমে এসেছে ৪৬.৮৫-তে। এই ফরম্যাটে ৩০টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি, ডাবল সেঞ্চুরিরসংখ্যা ৭টি। তার সর্বোচ্চ রানের ইনিংসটি ২৫৪।

ভারতের বিপক্ষে খেললে কোহলিকে মিস করবেন লিটন

Update Time : ৬ ঘন্টা আগে

১৪ বছরের লম্বা টেস্ট ক্যারিয়ারের ইতি টেনেছেন বিরাট কোহলি। আজ (১২ মে) সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে সাদা জার্সির ক্রিকেটকে বিদায় বলেছেন প্রজন্মের অন্যতম সেরা ব্যাটার। কোহলির টেস্ট অবসর সাড়া ফেলেছে পুরো ক্রিকেটবিশ্বে। বাদ যাননি বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসও।
ক্ষুদ্রতম ফরম্যাটে অধিনায়ক হওয়ার পর আজ প্রথমবার সংবাদ সম্মেলনে আসেন লিটন। গণমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন দল নিয়ে পরিকল্পনা এবং নিজের পারফরম্যান্স নিয়ে ভাবনার কথা জানিয়েছেন। এসময় প্রশ্ন আসে বিরাটের অবসর নিয়েও। উত্তরে লিটন জানান, মাঠ এবং মাঠের বাইরে কোহলি অসাধারণ মানুষ। ভারতের বিপক্ষে খেললে এই ক্রিকেটারকে মিস করবেন বলেও জানিয়েছেন তিনি।

কোহলির অবসর প্রসঙ্গে লিটন বলেন, ‘মর্মাহত হওয়ার মতো কিছু নয় (কোহলির অবসর)। সে যথেষ্ট পরিণত একজন মানুষ। তার সিদ্ধান্তকে সম্মান করি। তিনি যা করেছেন ক্রিকেটে…. শুধু ভারতের হিসেবেই নয়, ওভারঅল সাদা বলের ক্রিকেট এবং টেস্ট ক্রিকেটের আক্রমণের ধরনই পরিবর্তন করে দিয়েছেন।’

আরও পড়ুন: বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ টেইট

কিছুটা আবেগতাড়িত হয়ে এরপর লিটন বলেন, ‘তার দৃষ্টিভঙ্গি বলেন, তার ক্রিকেটের জ্ঞান বলেন…এরকম একটা খেলোয়াড় টেস্ট খেলবে না…..একটা সময় তো সবাইকেই অবসর নিতে হবে৷ যদি আমি কখনো ভারতের সঙ্গে খেলি অবশ্যই মিস করব, যেহেতু অনেকদিন খেলেছি।’

বিরাটের সঙ্গে নিজের স্মৃতিচারণের প্রসঙ্গ এলে তেমন বিশেষ কিছু জানাতে পারেননি লিটন। তবে মাঠের আগ্রাসনের বাইরে কোহলির অসাধারণ ব্যক্তিত্বের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন টাইগার অধিনায়ক।

আরও পড়ুন: কবে অবসরে যাবেন রোহিত তার ইঙ্গিত দিলেন নিজেই

তিনি বলেন, ‘স্মৃতি বলতে… সব খেলোয়াড়দের সঙ্গেই কথোপকথন হয়। সে অনেক ভদ্র। মাঠের মধ্যে হয়তো অনেক আগ্রাসন দেখায় ক্রিকেটের জন্য। মাঠের বাইরে তিনি দারুণ একজন মানুষ। অনেক কথোপকথন হয়।’

২০১১ সালে টেস্টে অভিষেকের পর ১২৩ টেস্টে ৯২৩০ রান করেছেন কোহলি। একটা সময় গড়টা পঞ্চাশের বেশি থাকলেও শেষদিকে নেমে এসেছে ৪৬.৮৫-তে। এই ফরম্যাটে ৩০টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি, ডাবল সেঞ্চুরিরসংখ্যা ৭টি। তার সর্বোচ্চ রানের ইনিংসটি ২৫৪।
কিছুটা আবেগতাড়িত হয়ে এরপর লিটন বলেন, ‘তার দৃষ্টিভঙ্গি বলেন, তার ক্রিকেটের জ্ঞান বলেন…এরকম একটা খেলোয়াড় টেস্ট খেলবে না…..একটা সময় তো সবাইকেই অবসর নিতে হবে৷ যদি আমি কখনো ভারতের সঙ্গে খেলি অবশ্যই মিস করব, যেহেতু অনেকদিন খেলেছি।’

বিরাটের সঙ্গে নিজের স্মৃতিচারণের প্রসঙ্গ এলে তেমন বিশেষ কিছু জানাতে পারেননি লিটন। তবে মাঠের আগ্রাসনের বাইরে কোহলির অসাধারণ ব্যক্তিত্বের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন টাইগার অধিনায়ক।
তিনি বলেন, ‘স্মৃতি বলতে… সব খেলোয়াড়দের সঙ্গেই কথোপকথন হয়। সে অনেক ভদ্র। মাঠের মধ্যে হয়তো অনেক আগ্রাসন দেখায় ক্রিকেটের জন্য। মাঠের বাইরে তিনি দারুণ একজন মানুষ। অনেক কথোপকথন হয়।’

২০১১ সালে টেস্টে অভিষেকের পর ১২৩ টেস্টে ৯২৩০ রান করেছেন কোহলি। একটা সময় গড়টা পঞ্চাশের বেশি থাকলেও শেষদিকে নেমে এসেছে ৪৬.৮৫-তে। এই ফরম্যাটে ৩০টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি, ডাবল সেঞ্চুরিরসংখ্যা ৭টি। তার সর্বোচ্চ রানের ইনিংসটি ২৫৪।