সৌদি আরব সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে রওনা হয়েছেন তিনি। খবর এএফপির।
খবরে বলা হয়েছে, সোমবার (১২ মে) রাজধানী ওয়াশিংটন ডিসির নিকটবর্তী জয়েন্ট বেইস অ্যান্ড্রুজ থেকে এয়ার ফোর্স ওয়ানে করে সৌদির উদ্দেশে রওনা হয়েছেন।
এই সফরে তিনি কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও যাবেন। এই সফরের সময়সূচি, সম্ভাব্য দ্বিপক্ষীয় চুক্তি ও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সংশ্লিষ্ট দেশের নেতাদের বৈঠকের বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ট্রাম্পের ‘ঐতিহাসিক’ এই মধ্যপ্রাচ্য সফরে গাজা ও ইরান ইস্যুতে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি বেশ কিছু বাণিজ্য চুক্তি হবে বলে মনে করা হচ্ছে।