, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নটরডেম কলেজের আরেক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ

  • SURMA TV 24
  • Update Time : ৭ ঘন্টা আগে
  • ১৩৭৬ Time View

অনলাইন নিউজ ডেস্ক:

নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ মে) সন্ধ্যায় রাজধানীর কমলাপুরে জসীমউদ্দীন রোডের একটি বাসা থেকে মো. আরাফাত রহমান (১৭) নামে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

আরাফাত নটর ডেম কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ গ্রামে। তার বাবা আব্দুল আল মামুন চট্টগ্রাম বন্দরে কর্মরত।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফ্ল্যাটের নিজের কক্ষ থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে স্থানীয় ইসলামিয়া হাসপাতাল ও পরে রাত পৌনে ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরাফাতের রুমমেট মো. রিমন চৌধুরী বলেন, “একটি ফ্ল্যাটে আমরা তিনজন বন্ধু একসঙ্গে থাকি। সন্ধ্যায় আরাফাতের রুমের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করি। কোনও সাড়া না পেয়ে কেয়ারটেকারের সহায়তায় দরজা ভেঙে দেখি, সে ফ্যানের সঙ্গে চাদর দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে।”

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, “মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।”

এর আগে, একই দিন দুপুরে নটর ডেম কলেজ ভবনের পাঁচতলা থেকে পড়ে ধ্রুব দ্রুত দাস (১৮) নামের আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়। কলেজে একদিনে দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সহপাঠী ও অভিভাবকদের মাঝে চরম শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

১৩/৫/২০২৫/সুরমা টিভি ২৪/ শামীমা

নটরডেম কলেজের আরেক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ

Update Time : ৭ ঘন্টা আগে

অনলাইন নিউজ ডেস্ক:

নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ মে) সন্ধ্যায় রাজধানীর কমলাপুরে জসীমউদ্দীন রোডের একটি বাসা থেকে মো. আরাফাত রহমান (১৭) নামে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

আরাফাত নটর ডেম কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ গ্রামে। তার বাবা আব্দুল আল মামুন চট্টগ্রাম বন্দরে কর্মরত।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফ্ল্যাটের নিজের কক্ষ থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে স্থানীয় ইসলামিয়া হাসপাতাল ও পরে রাত পৌনে ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরাফাতের রুমমেট মো. রিমন চৌধুরী বলেন, “একটি ফ্ল্যাটে আমরা তিনজন বন্ধু একসঙ্গে থাকি। সন্ধ্যায় আরাফাতের রুমের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করি। কোনও সাড়া না পেয়ে কেয়ারটেকারের সহায়তায় দরজা ভেঙে দেখি, সে ফ্যানের সঙ্গে চাদর দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে।”

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, “মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।”

এর আগে, একই দিন দুপুরে নটর ডেম কলেজ ভবনের পাঁচতলা থেকে পড়ে ধ্রুব দ্রুত দাস (১৮) নামের আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়। কলেজে একদিনে দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সহপাঠী ও অভিভাবকদের মাঝে চরম শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

১৩/৫/২০২৫/সুরমা টিভি ২৪/ শামীমা