সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:
ভুটানের জাতীয় নারী ফুটবল লিগ খেলতে গিয়েছেন বাংলাদেশের ১০ সিনিয়র নারী ফুটবলার। কোচ পিটার বাটলার এই ১০ জনকে ক্যাম্পে ডাকবেন কিনা, তা নিয়ে জল্পনা-কল্পনা ছিল অনেক। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাটলারের ডাকে ভুটানের লিগ থেকে ফিরছেন ৫ নারী ফুটবলার।
ভুটানের লিগ থেকে ৫ নারী ফুটবলারকে ক্যাম্পে ডেকেছেন পিটার বাটলার
ভুটানের জাতীয় নারী লিগে ‘পারো এফসি’ দলের হয়ে খেলছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুসিমা সুমাইয়া। ট্রান্সপোর্ট ইউনাইটেড লেডিস দলের হয়ে খেলছেন কৃষ্ণা রানী সরকার, মাসুরা পারভীন ও রূপনা চাকমা। এছাড়া থিম্পু সিটি এফসির হয়ে খেলছেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা ও শামছুন্নাহার।
ভুটানের এই লিগ মাতিয়ে তুলেছেন বাংলাদেশের মেয়েরা। গত শনিবার (১০ মে) উদ্বোধনী দিনে সানজিদা-মারিয়াদের দল থিম্পু সিটি উইমেন্স ফুটবল ক্লাব ৪-২ গোলে হারিয়েছে ইউজেন একাডেমি উইমেন্স ফুটবল ক্লাবকে।
সোমবার (১২ মে) অভিষেক ম্যাচেই জোড়া গোল করেন কৃষ্ণা রানী সরকার, পান ম্যাচ সেরার পুরস্কার। কৃষ্ণা-মাসুরাদের ট্রান্সপোর্ট ইউনাইটেড ৮-০ ব্যবধানে হারায় ভুটানের জিএজি অনূর্ধ্ব-১৭ দলকে।
গতকাল (১৫ মে) তো অনন্য কীর্তি গড়েন সাবিনা-ঋতুপর্ণারা। তাদের দল পারো এফসি ২৮-০ গোলের অবিশ্বাস্য জয় পায় এদিন। অভিষেক ম্যাচে ৯ গোল করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন সাবিনা খাতুন। মনিকা চাকমা করেছেন ৭ গোল, মাতসুসিমা সুমাইয়া করেছেন ৫ গোল। এছাড়া ঋতুপর্ণা চাকমা করেছেন ৪ গোল।
তবে এক ম্যাচের অভিজ্ঞতা নিয়েই বাংলাদেশে ফিরতে হচ্ছে ৫ নারী ফুটবলারকে। বাফুফের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, ত্রিদেশীয় সিরিজ ও এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির জন্য ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা, শামছুন্নাহার, মনিকা চাকমা ও রূপনা চাকমাকে ক্যাম্পে ডেকেছেন কোচ পিটার বাটলার। (১৭ মে) শনিবার ভুটান থেকে বাংলাদেশে ফিরবেন তারা এবং সরাসরি যোগ দেবেন বাফুফের আবাসিক ক্যাম্পে।