সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:
খুলনার সার্কিট হাউস মাঠে আয়োজিত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে দলে দলে মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা।
শনিবার (১৭ মে) বিকেলে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল খুলনার সার্কিট হাউজ মাঠে এই সমাবেশের আয়োজন করেছে। খুলনা ও বরিশাল বিভাগের তরুণ নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে দুপুর থেকেই খুলনা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসছেন। সময়ের সাথে সাথে মাঠ পরিপূর্ণ হতে শুরু করেছে।
কেন্দ্র ঘোষিত এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
এছাড়াও বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সমাবেশের বক্তব্য রাখবেন।