ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত দুই দিনে ২০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইলি বিমান বাহিনী।
ইসরাইলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে বলে সোমবার (২৬ মে) উল্লেখ করা হয়েছে সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে।
ইসরাইলের সেনাবাহিনী দাবি করেছে, ‘সন্ত্রাসী, অস্ত্রের ডিপো, স্নাইপার এবং ট্যাঙ্ক-বিধ্বংসী অবস্থান, টানেল শ্যাফ্ট এবং অন্যান্য সন্ত্রাসী অবকাঠামো’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এদিকে গাজায় বাস্তুচ্যুতদের জন্য ব্যবহৃত একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি সেনারা। এ ঘটনায় বহু হতাহতের খবর পাওয়া গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৬ মে) স্থানীয় সময় ভোরে গাজা শহরের ফাহমি আল-জারজাউই স্কুলে নেতানিয়াহু বাহিনী বোমাবর্ষণ করে। স্কুলটি গাজার বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে পুড়ে যাওয়া মৃতদেহ দেখা গেছে। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে এগুলো যাচাই করতে পারেনি।
গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, বোমা হামলার ফলে স্কুলে লাগা আগুন নেভাতে সক্ষম হয়েছেন উদ্ধারকারীরা। হামলায় স্কুলটি প্রায় ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।