যুক্তরাষ্ট্রে আলাদা বন্দুক হামলায় ২ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। শনিবার (২৪ মে) স্থানীয় সময় সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসে অস্ত্রধারীর গুলিতে কয়েকজন হতাহত হন। অন্যদিকে রোববার (২৫ মে) রাতে সাউথ ক্যারোলাইনায় বন্দুক হামলায় আহত হন অন্তত ১১ জন।
নিরাপত্তা নিয়ে ট্রাম্প প্রশাসনের তৎপরতার পরও যুক্তরাষ্ট্রে প্রায়ই বন্দুক হামলার ঘটনা ঘটছে। এতে হতাহত হচ্ছেন অনেকে। সীমান্ত দিয়ে দেশে অস্ত্র প্রবেশ নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নিলেও বন্দুক সহিংসতার শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে বন্দুক হামলায় কয়েকজন হতাহত হয়েছেন।
এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফ্লোরেন্স এভিনিউয়ের কাছে গোলাগুলির খবর পায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেই কয়েকজনকে মৃত দেখতে পান তারা। নিহতদের গায়ে ছিল বুলেটের আঘাত। ওই ঘটনায় আহত আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
বন্দুক হামলার পরই আশপাশের এলাকায় তল্লাশি চালায় পুলিশ। দুটি আলাদা জায়গা থেকে হামলাকারী সন্দেহে কয়েকজনকে আটক করা হয়।
আরেক অঙ্গরাজ্য সাউথ ক্যারোলাইনাতেও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার রাতে লিটল রিভার শহরে আবাসিক এলাকায় অস্ত্রধারীর এলোপাতাড়ি গুলিতে বেশ কয়েকজন আহত হন।
হামলার পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বন্দুকধারী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। হামলাকারীকে ধরতে অভিযান চলছে।
বন্দুক হামলার পরই আশপাশের এলাকায় তল্লাশি চালায় পুলিশ। দুটি আলাদা জায়গা থেকে হামলাকারী সন্দেহে কয়েকজনকে আটক করা হয়।
আরেক অঙ্গরাজ্য সাউথ ক্যারোলাইনাতেও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার রাতে লিটল রিভার শহরে আবাসিক এলাকায় অস্ত্রধারীর এলোপাতাড়ি গুলিতে বেশ কয়েকজন আহত হন।
হামলার পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বন্দুকধারী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। হামলাকারীকে ধরতে অভিযান চলছে।