, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোনালিসা’র চোখ ফাঁকি দিয়ে অভিনব চুরি, বিশ্বজুড়ে তোলপাড় গোলাপগঞ্জে বিএমএসএফ এর কমিটি গঠন, সভাপতি বদরুল আলম, সম্পাদক শাহ আলম এবার শান্তি রক্ষা মিশন নিয়ে বাংলাদেশকে দুঃসংবাদ দিল জাতিসংঘ। শহীদুল আলমদের বহনকারী জাহাজ আ’টকের তথ্য জানাল ফ্রিডম ফ্লোটিলা সাংবাদিক ইলিয়াস : এনসিপি বলে এদেশে কিছু থাকবে না নিজেদের নির্দেশনা মানছে সরকার? উপদেষ্টাদের ঘনঘন বিদেশ সফর ও প্রধান উপদেষ্টার বহর নিয়ে যত সমালোচনা। মৃত্যুর দুইদিন পার, দাফন নিয়ে সরকার-পরিবারের দ্বন্দ্বে হাসপাতালেই তোফায়েল আহমেদের মরদেহ। খুলনায় ঘুমন্ত যুবককে গু’লি করে হ’ত্যা। ৫ আগস্ট হাসিনার কয়েক হাজার কল রেকর্ড মুছে ফেলে এনটিএমসি।
নোটিশ :
মোনালিসা’র চোখ ফাঁকি দিয়ে অভিনব চুরি, বিশ্বজুড়ে তোলপাড় গোলাপগঞ্জে বিএমএসএফ এর কমিটি গঠন, সভাপতি বদরুল আলম, সম্পাদক শাহ আলম এবার শান্তি রক্ষা মিশন নিয়ে বাংলাদেশকে দুঃসংবাদ দিল জাতিসংঘ। শহীদুল আলমদের বহনকারী জাহাজ আ’টকের তথ্য জানাল ফ্রিডম ফ্লোটিলা সাংবাদিক ইলিয়াস : এনসিপি বলে এদেশে কিছু থাকবে না নিজেদের নির্দেশনা মানছে সরকার? উপদেষ্টাদের ঘনঘন বিদেশ সফর ও প্রধান উপদেষ্টার বহর নিয়ে যত সমালোচনা। মৃত্যুর দুইদিন পার, দাফন নিয়ে সরকার-পরিবারের দ্বন্দ্বে হাসপাতালেই তোফায়েল আহমেদের মরদেহ। খুলনায় ঘুমন্ত যুবককে গু’লি করে হ’ত্যা। ৫ আগস্ট হাসিনার কয়েক হাজার কল রেকর্ড মুছে ফেলে এনটিএমসি।

এবার ঈদে অ্যাকশনের বাইরে পারিবারিক প্রশান্তি নিয়ে আসছে ‘উৎসব’।

  • SURMA TV 24
  • Update Time : ০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • ১৪৪৩ Time View

ঈদের সময়টা যখন মূলত অ্যাকশনধর্মী, থ্রিলার অথবা হাইভলিউম ডায়লগবাজি সিনেমায় ভরপুর থাকে, তখন তানিম নূরের নতুন সিনেমা ‘উৎসব’ হতে পারে এক টুকরো প্রশান্তি। ৩১ মে বিকেলে প্রকাশিত সিনেমাটির টিজারে পাওয়া গেল হাস্যরস, আত্মজিজ্ঞাসা আর ফেলে আসা সময়ের হালকা ছোঁয়া।

টিজারে দেখা গেল এক ঝাঁক পরিচিত মুখ- চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ আরও অনেকে। সিনেমাটির সংলাপগুলো যেমন মজার, তেমনি চিন্তার খোরাকও জোগায়। চঞ্চলের মুখে শোনা যায়, ‘আজকাল টিভি খুললেই চারদিকে শুধু চঞ্চল চৌধুরী!’ যা কিছুটা আত্মপরিহাসের মতোই ধরা দেয়। জয়া ও অপি করিমের সংলাপেও রয়েছে নিজস্ব বাস্তবতার প্রতিফলন।

পরিচালক তানিম নূর বলেন, ‘ঈদ মানেই তো শুধু উল্লাস নয়, বরং আত্মোপলব্ধির একটা জায়গাও। সেই জায়গা থেকেই ‘উৎসব’ নির্মাণ করেছি।’

‘উৎসব’-এর ট্যাগলাইনেই লেখা ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ : পরিবার ছাড়া দেখা নিষেধ’ যা সিনেমাটিকে একেবারে পারিবারিক বিনোদনের দিকে ঠেলে দেয়। সাম্প্রতিক বছরগুলোতে ঈদের বড় বাজেটের অ্যাকশন সিনেমার ভিড়ে এমন একটি মজার, সম্পর্কভিত্তিক সিনেমা স্বস্তির বার্তা আনতে পারে।

টিজারের একেবারে শেষে ‘আজ রবিবার’ নাটকের জনপ্রিয় সংলাপের ছায়া পাওয়া যায় চঞ্চলের কণ্ঠে : ‘কি আশ্চর্য, লোকটা রেগে গেল কেন?’ নির্মাতা জানিয়েছেন, এমন অনেক পরিচিত রেফারেন্স দর্শকদের ফেরাবে তাদের ফেলে আসা সময়ের কাছে।

এক সিনেমায় এত তারকা শিল্পীর উপস্থিতি নজিরবিহীন বললেও বাড়িয়ে বলা হবে না। জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান, প্রায় সবাই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কিংবা গুরুত্বপূর্ণ চরিত্রে পরিচিত।

সিনেমাটি প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশন্স, সহপ্রযোজনায় আছে চরকি এবং সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে রয়েছে লাফিং এলিফ্যান্ট। ‘উৎসব’ আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে স্বপ্ন স্কোয়ারক্রো ও পথ প্রোডাকশনসের ব্যানারে।

গল্প, চিত্রনাট্য ও সংলাপে কাজ করেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। সিনেমার চিত্রগ্রহণে ছিলেন রাশেদ জামান। পরিচালক জানান, সিনেমার গানসহ আরও কিছু চমকপ্রদ উপাদান শিগগিরই প্রকাশ পাবে।

সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:

ঈদে অ্যাকশনের বাইরে পারিবারিক প্রশান্তি নিয়ে আসছে ‘উৎসব’ঈদের সময়টা যখন মূলত অ্যাকশনধর্মী, থ্রিলার অথবা হাইভলিউম ডায়লগবাজি সিনেমায় ভরপুর থাকে, তখন তানিম নূরের নতুন সিনেমা ‘উৎসব’ হতে পারে এক টুকরো প্রশান্তি। ৩১ মে বিকেলে প্রকাশিত সিনেমাটির টিজারে পাওয়া গেল হাস্যরস, আত্মজিজ্ঞাসা আর ফেলে আসা সময়ের হালকা ছোঁয়া।টিজারে দেখা গেল এক ঝাঁক পরিচিত মুখ- চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ আরও অনেকে। সিনেমাটির সংলাপগুলো যেমন মজার, তেমনি চিন্তার খোরাকও জোগায়। চঞ্চলের মুখে শোনা যায়, ‘আজকাল টিভি খুললেই চারদিকে শুধু চঞ্চল চৌধুরী!’ যা কিছুটা আত্মপরিহাসের মতোই ধরা দেয়। জয়া ও অপি করিমের সংলাপেও রয়েছে নিজস্ব বাস্তবতার প্রতিফলন।পরিচালক তানিম নূর বলেন, ‘ঈদ মানেই তো শুধু উল্লাস নয়, বরং আত্মোপলব্ধির একটা জায়গাও। সেই জায়গা থেকেই ‘উৎসব’ নির্মাণ করেছি।’‘উৎসব’-এর ট্যাগলাইনেই লেখা ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ : পরিবার ছাড়া দেখা নিষেধ’ যা সিনেমাটিকে একেবারে পারিবারিক বিনোদনের দিকে ঠেলে দেয়। সাম্প্রতিক বছরগুলোতে ঈদের বড় বাজেটের অ্যাকশন সিনেমার ভিড়ে এমন একটি মজার, সম্পর্কভিত্তিক সিনেমা স্বস্তির বার্তা আনতে পারে।টিজারের একেবারে শেষে ‘আজ রবিবার’ নাটকের জনপ্রিয় সংলাপের ছায়া পাওয়া যায় চঞ্চলের কণ্ঠে : ‘কি আশ্চর্য, লোকটা রেগে গেল কেন?’ নির্মাতা জানিয়েছেন, এমন অনেক পরিচিত রেফারেন্স দর্শকদের ফেরাবে তাদের ফেলে আসা সময়ের কাছে।এক সিনেমায় এত তারকা শিল্পীর উপস্থিতি নজিরবিহীন বললেও বাড়িয়ে বলা হবে না। জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান, প্রায় সবাই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কিংবা গুরুত্বপূর্ণ চরিত্রে পরিচিত।সিনেমাটি প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশন্স, সহপ্রযোজনায় আছে চরকি এবং সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে রয়েছে লাফিং এলিফ্যান্ট। ‘উৎসব’ আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে স্বপ্ন স্কোয়ারক্রো ও পথ প্রোডাকশনসের ব্যানারে।গল্প, চিত্রনাট্য ও সংলাপে কাজ করেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। সিনেমার চিত্রগ্রহণে ছিলেন রাশেদ জামান। পরিচালক জানান, সিনেমার গানসহ আরও কিছু চমকপ্রদ উপাদান শিগগিরই প্রকাশ পাবে।

মোনালিসা’র চোখ ফাঁকি দিয়ে অভিনব চুরি, বিশ্বজুড়ে তোলপাড়

এবার ঈদে অ্যাকশনের বাইরে পারিবারিক প্রশান্তি নিয়ে আসছে ‘উৎসব’।

Update Time : ০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

ঈদের সময়টা যখন মূলত অ্যাকশনধর্মী, থ্রিলার অথবা হাইভলিউম ডায়লগবাজি সিনেমায় ভরপুর থাকে, তখন তানিম নূরের নতুন সিনেমা ‘উৎসব’ হতে পারে এক টুকরো প্রশান্তি। ৩১ মে বিকেলে প্রকাশিত সিনেমাটির টিজারে পাওয়া গেল হাস্যরস, আত্মজিজ্ঞাসা আর ফেলে আসা সময়ের হালকা ছোঁয়া।

টিজারে দেখা গেল এক ঝাঁক পরিচিত মুখ- চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ আরও অনেকে। সিনেমাটির সংলাপগুলো যেমন মজার, তেমনি চিন্তার খোরাকও জোগায়। চঞ্চলের মুখে শোনা যায়, ‘আজকাল টিভি খুললেই চারদিকে শুধু চঞ্চল চৌধুরী!’ যা কিছুটা আত্মপরিহাসের মতোই ধরা দেয়। জয়া ও অপি করিমের সংলাপেও রয়েছে নিজস্ব বাস্তবতার প্রতিফলন।

পরিচালক তানিম নূর বলেন, ‘ঈদ মানেই তো শুধু উল্লাস নয়, বরং আত্মোপলব্ধির একটা জায়গাও। সেই জায়গা থেকেই ‘উৎসব’ নির্মাণ করেছি।’

‘উৎসব’-এর ট্যাগলাইনেই লেখা ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ : পরিবার ছাড়া দেখা নিষেধ’ যা সিনেমাটিকে একেবারে পারিবারিক বিনোদনের দিকে ঠেলে দেয়। সাম্প্রতিক বছরগুলোতে ঈদের বড় বাজেটের অ্যাকশন সিনেমার ভিড়ে এমন একটি মজার, সম্পর্কভিত্তিক সিনেমা স্বস্তির বার্তা আনতে পারে।

টিজারের একেবারে শেষে ‘আজ রবিবার’ নাটকের জনপ্রিয় সংলাপের ছায়া পাওয়া যায় চঞ্চলের কণ্ঠে : ‘কি আশ্চর্য, লোকটা রেগে গেল কেন?’ নির্মাতা জানিয়েছেন, এমন অনেক পরিচিত রেফারেন্স দর্শকদের ফেরাবে তাদের ফেলে আসা সময়ের কাছে।

এক সিনেমায় এত তারকা শিল্পীর উপস্থিতি নজিরবিহীন বললেও বাড়িয়ে বলা হবে না। জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান, প্রায় সবাই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কিংবা গুরুত্বপূর্ণ চরিত্রে পরিচিত।

সিনেমাটি প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশন্স, সহপ্রযোজনায় আছে চরকি এবং সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে রয়েছে লাফিং এলিফ্যান্ট। ‘উৎসব’ আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে স্বপ্ন স্কোয়ারক্রো ও পথ প্রোডাকশনসের ব্যানারে।

গল্প, চিত্রনাট্য ও সংলাপে কাজ করেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। সিনেমার চিত্রগ্রহণে ছিলেন রাশেদ জামান। পরিচালক জানান, সিনেমার গানসহ আরও কিছু চমকপ্রদ উপাদান শিগগিরই প্রকাশ পাবে।

সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:

ঈদে অ্যাকশনের বাইরে পারিবারিক প্রশান্তি নিয়ে আসছে ‘উৎসব’ঈদের সময়টা যখন মূলত অ্যাকশনধর্মী, থ্রিলার অথবা হাইভলিউম ডায়লগবাজি সিনেমায় ভরপুর থাকে, তখন তানিম নূরের নতুন সিনেমা ‘উৎসব’ হতে পারে এক টুকরো প্রশান্তি। ৩১ মে বিকেলে প্রকাশিত সিনেমাটির টিজারে পাওয়া গেল হাস্যরস, আত্মজিজ্ঞাসা আর ফেলে আসা সময়ের হালকা ছোঁয়া।টিজারে দেখা গেল এক ঝাঁক পরিচিত মুখ- চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ আরও অনেকে। সিনেমাটির সংলাপগুলো যেমন মজার, তেমনি চিন্তার খোরাকও জোগায়। চঞ্চলের মুখে শোনা যায়, ‘আজকাল টিভি খুললেই চারদিকে শুধু চঞ্চল চৌধুরী!’ যা কিছুটা আত্মপরিহাসের মতোই ধরা দেয়। জয়া ও অপি করিমের সংলাপেও রয়েছে নিজস্ব বাস্তবতার প্রতিফলন।পরিচালক তানিম নূর বলেন, ‘ঈদ মানেই তো শুধু উল্লাস নয়, বরং আত্মোপলব্ধির একটা জায়গাও। সেই জায়গা থেকেই ‘উৎসব’ নির্মাণ করেছি।’‘উৎসব’-এর ট্যাগলাইনেই লেখা ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ : পরিবার ছাড়া দেখা নিষেধ’ যা সিনেমাটিকে একেবারে পারিবারিক বিনোদনের দিকে ঠেলে দেয়। সাম্প্রতিক বছরগুলোতে ঈদের বড় বাজেটের অ্যাকশন সিনেমার ভিড়ে এমন একটি মজার, সম্পর্কভিত্তিক সিনেমা স্বস্তির বার্তা আনতে পারে।টিজারের একেবারে শেষে ‘আজ রবিবার’ নাটকের জনপ্রিয় সংলাপের ছায়া পাওয়া যায় চঞ্চলের কণ্ঠে : ‘কি আশ্চর্য, লোকটা রেগে গেল কেন?’ নির্মাতা জানিয়েছেন, এমন অনেক পরিচিত রেফারেন্স দর্শকদের ফেরাবে তাদের ফেলে আসা সময়ের কাছে।এক সিনেমায় এত তারকা শিল্পীর উপস্থিতি নজিরবিহীন বললেও বাড়িয়ে বলা হবে না। জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান, প্রায় সবাই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কিংবা গুরুত্বপূর্ণ চরিত্রে পরিচিত।সিনেমাটি প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশন্স, সহপ্রযোজনায় আছে চরকি এবং সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে রয়েছে লাফিং এলিফ্যান্ট। ‘উৎসব’ আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে স্বপ্ন স্কোয়ারক্রো ও পথ প্রোডাকশনসের ব্যানারে।গল্প, চিত্রনাট্য ও সংলাপে কাজ করেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। সিনেমার চিত্রগ্রহণে ছিলেন রাশেদ জামান। পরিচালক জানান, সিনেমার গানসহ আরও কিছু চমকপ্রদ উপাদান শিগগিরই প্রকাশ পাবে।