, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোনালিসা’র চোখ ফাঁকি দিয়ে অভিনব চুরি, বিশ্বজুড়ে তোলপাড় গোলাপগঞ্জে বিএমএসএফ এর কমিটি গঠন, সভাপতি বদরুল আলম, সম্পাদক শাহ আলম এবার শান্তি রক্ষা মিশন নিয়ে বাংলাদেশকে দুঃসংবাদ দিল জাতিসংঘ। শহীদুল আলমদের বহনকারী জাহাজ আ’টকের তথ্য জানাল ফ্রিডম ফ্লোটিলা সাংবাদিক ইলিয়াস : এনসিপি বলে এদেশে কিছু থাকবে না নিজেদের নির্দেশনা মানছে সরকার? উপদেষ্টাদের ঘনঘন বিদেশ সফর ও প্রধান উপদেষ্টার বহর নিয়ে যত সমালোচনা। মৃত্যুর দুইদিন পার, দাফন নিয়ে সরকার-পরিবারের দ্বন্দ্বে হাসপাতালেই তোফায়েল আহমেদের মরদেহ। খুলনায় ঘুমন্ত যুবককে গু’লি করে হ’ত্যা। ৫ আগস্ট হাসিনার কয়েক হাজার কল রেকর্ড মুছে ফেলে এনটিএমসি।
নোটিশ :
মোনালিসা’র চোখ ফাঁকি দিয়ে অভিনব চুরি, বিশ্বজুড়ে তোলপাড় গোলাপগঞ্জে বিএমএসএফ এর কমিটি গঠন, সভাপতি বদরুল আলম, সম্পাদক শাহ আলম এবার শান্তি রক্ষা মিশন নিয়ে বাংলাদেশকে দুঃসংবাদ দিল জাতিসংঘ। শহীদুল আলমদের বহনকারী জাহাজ আ’টকের তথ্য জানাল ফ্রিডম ফ্লোটিলা সাংবাদিক ইলিয়াস : এনসিপি বলে এদেশে কিছু থাকবে না নিজেদের নির্দেশনা মানছে সরকার? উপদেষ্টাদের ঘনঘন বিদেশ সফর ও প্রধান উপদেষ্টার বহর নিয়ে যত সমালোচনা। মৃত্যুর দুইদিন পার, দাফন নিয়ে সরকার-পরিবারের দ্বন্দ্বে হাসপাতালেই তোফায়েল আহমেদের মরদেহ। খুলনায় ঘুমন্ত যুবককে গু’লি করে হ’ত্যা। ৫ আগস্ট হাসিনার কয়েক হাজার কল রেকর্ড মুছে ফেলে এনটিএমসি।

এবার ভারতে ভয়াবহ ভূমিধসে ৩ সেনার মৃত্যু, নিখোঁজ কয়েকজন।

  • SURMA TV 24
  • Update Time : ০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ১৪৭৭ Time View


সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে টানা ভারি বর্ষণের কারণে সৃষ্ট ভূমিধসে ভারতীয় সেনাবাহিনীর অন্তত তিন সদস্য প্রাণ হারিয়েছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় আরও ছয় সেনাসদস্য এখনো নিখোঁজ রয়েছেন। খবর হিন্দুস্তান টাইমসের।

সোমবার (২ জুন) সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, রোববার সন্ধ্যায় সিকিমের একটি সেনা শিবিরে ভূমিধসটি ঘটে। প্রবল বর্ষণের ফলে পাহাড় ধসে সেনা ক্যাম্পের একটি বড় অংশ মাটির নিচে চাপা পড়ে যায়।

দুর্ঘটনাস্থল সিকিম রাজ্যটি নেপাল ও চীনের সীমান্তবর্তী একটি পাহাড়ি অঞ্চল, যেখানে ভারতের সেনা উপস্থিতি বরাবরই বেশি। দুর্ঘটনার পর সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে যে ছবি প্রকাশ করেছে, তাতে দেখা যায়- মাটির বিশাল স্তূপ একটি ভবনকে আংশিকভাবে ঢেকে ফেলেছে, আর আশপাশে পাহাড়ি ঢালে তৈরি হয়েছে কাদামাটির বিশাল স্তর।

সিকিমসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলে সম্প্রতি টানা বর্ষণে বেশ কয়েকটি দুর্যোগের সম্মুখীন হয়েছে। গত সপ্তাহেই আকস্মিক বন্যা ও ভূমিধসে এই অঞ্চলে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, প্রতি বছর জুন মাসে শুরু হওয়া বর্ষা মৌসুমে ভারতজুড়ে এমন দুর্যোগ সাধারণ হলেও সাম্প্রতিক বছরগুলোতে এর মাত্রা এবং প্রকৃতি অনেক বেশি ভয়াবহ হয়ে উঠেছে।

দক্ষিণ এশিয়ার তাপমাত্রা ক্রমাগত বাড়ছে। জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়ার ধরনে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। তবে উষ্ণায়নের প্রভাবে বর্ষা মৌসুম কীভাবে প্রভাবিত হচ্ছে, তা নিয়ে এখনো বিজ্ঞানীরা একমত নন।

সেনাবাহিনী জানিয়েছে, নিখোঁজ সেনা সদস্যদের খুঁজে পেতে তল্লাশি ও উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসনের পাশাপাশি জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীও (NDRF) ঘটনাস্থলে কাজ করছে। দুর্গম পার্বত্য এলাকা হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উদ্ধার কাজ চলমান থাকলেও প্রবল বৃষ্টিপাত ও দুর্বল মাটি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এখনো পর্যন্ত নিখোঁজ সেনাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

মোনালিসা’র চোখ ফাঁকি দিয়ে অভিনব চুরি, বিশ্বজুড়ে তোলপাড়

এবার ভারতে ভয়াবহ ভূমিধসে ৩ সেনার মৃত্যু, নিখোঁজ কয়েকজন।

Update Time : ০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫


সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে টানা ভারি বর্ষণের কারণে সৃষ্ট ভূমিধসে ভারতীয় সেনাবাহিনীর অন্তত তিন সদস্য প্রাণ হারিয়েছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় আরও ছয় সেনাসদস্য এখনো নিখোঁজ রয়েছেন। খবর হিন্দুস্তান টাইমসের।

সোমবার (২ জুন) সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, রোববার সন্ধ্যায় সিকিমের একটি সেনা শিবিরে ভূমিধসটি ঘটে। প্রবল বর্ষণের ফলে পাহাড় ধসে সেনা ক্যাম্পের একটি বড় অংশ মাটির নিচে চাপা পড়ে যায়।

দুর্ঘটনাস্থল সিকিম রাজ্যটি নেপাল ও চীনের সীমান্তবর্তী একটি পাহাড়ি অঞ্চল, যেখানে ভারতের সেনা উপস্থিতি বরাবরই বেশি। দুর্ঘটনার পর সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে যে ছবি প্রকাশ করেছে, তাতে দেখা যায়- মাটির বিশাল স্তূপ একটি ভবনকে আংশিকভাবে ঢেকে ফেলেছে, আর আশপাশে পাহাড়ি ঢালে তৈরি হয়েছে কাদামাটির বিশাল স্তর।

সিকিমসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলে সম্প্রতি টানা বর্ষণে বেশ কয়েকটি দুর্যোগের সম্মুখীন হয়েছে। গত সপ্তাহেই আকস্মিক বন্যা ও ভূমিধসে এই অঞ্চলে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, প্রতি বছর জুন মাসে শুরু হওয়া বর্ষা মৌসুমে ভারতজুড়ে এমন দুর্যোগ সাধারণ হলেও সাম্প্রতিক বছরগুলোতে এর মাত্রা এবং প্রকৃতি অনেক বেশি ভয়াবহ হয়ে উঠেছে।

দক্ষিণ এশিয়ার তাপমাত্রা ক্রমাগত বাড়ছে। জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়ার ধরনে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। তবে উষ্ণায়নের প্রভাবে বর্ষা মৌসুম কীভাবে প্রভাবিত হচ্ছে, তা নিয়ে এখনো বিজ্ঞানীরা একমত নন।

সেনাবাহিনী জানিয়েছে, নিখোঁজ সেনা সদস্যদের খুঁজে পেতে তল্লাশি ও উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসনের পাশাপাশি জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীও (NDRF) ঘটনাস্থলে কাজ করছে। দুর্গম পার্বত্য এলাকা হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উদ্ধার কাজ চলমান থাকলেও প্রবল বৃষ্টিপাত ও দুর্বল মাটি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এখনো পর্যন্ত নিখোঁজ সেনাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।