শান্তি আলোচনার দিনই পাল্টাপাল্টি হামলা চালিয়েছে রাশিয়া ও ইউক্রেন। রাশিয়ার বিভিন্ন অঞ্চলে বিমান হামলার দাবি করেছে জেলেনস্কি বাহিনী। জবাবে কিয়েভের ড্রোন কারখানা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে মস্কো। এতে হতাহতের খবরও পাওয়া গেছে।
শান্তি আলোচনার ঘণ্টা না পেরোতেই আবারও পুরনো রূপে ফিরেছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধক্ষেত্র। ইউক্রেনের ওডেসা অঞ্চলসহ প্রায় ১৫২টি এলাকায় একযোগে হামলা চালানোর দাবি করেছে রাশিয়া।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হামলার মূল লক্ষ্যবস্তু ছিল ড্রোন কারখানা, উৎক্ষেপণের স্থান ও বিভিন্ন গোলাবারুদের মজুদ।
বসে নেই ইউক্রেনও। তিন বছরের যুদ্ধের ইতিহাসে রাশিয়ায় ‘সবচেয়ে সাহসী’ হামলার দাবি করেছে কিয়েভ। সোমবার (২ জুন) রাতে একাধিক রুশ অঞ্চলে বিমান হামলা চালায় জেলেনস্কি বাহিনী। এতে অনেক এলাকা বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এর আগে, দ্বিতীয় দফার শান্তি আলোচনা হয় ইস্তাম্বুলে। তবে তাতে বড় কোনো অগ্রগতি হয়নি। আলোচনার ফাঁকেই পাল্টাপাল্টি বাক্যবাণে উত্তপ্ত হয় দুই পক্ষ। রুশ প্রস্তাব প্রত্যাখ্যান করে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি মস্কোর প্রতিনিধিদের মূর্খ বলে কটাক্ষ করেছেন।
এই অচলাবস্থার মধ্যেই আলোচনায় সম্ভাবনার নতুন মাত্রা যোগ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম। ট্রাম্প, পুতিন এবং জেলেনস্কির সঙ্গে ইস্তাম্বুলে সরাসরি বৈঠকে বসার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান।