, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোনালিসা’র চোখ ফাঁকি দিয়ে অভিনব চুরি, বিশ্বজুড়ে তোলপাড় গোলাপগঞ্জে বিএমএসএফ এর কমিটি গঠন, সভাপতি বদরুল আলম, সম্পাদক শাহ আলম এবার শান্তি রক্ষা মিশন নিয়ে বাংলাদেশকে দুঃসংবাদ দিল জাতিসংঘ। শহীদুল আলমদের বহনকারী জাহাজ আ’টকের তথ্য জানাল ফ্রিডম ফ্লোটিলা সাংবাদিক ইলিয়াস : এনসিপি বলে এদেশে কিছু থাকবে না নিজেদের নির্দেশনা মানছে সরকার? উপদেষ্টাদের ঘনঘন বিদেশ সফর ও প্রধান উপদেষ্টার বহর নিয়ে যত সমালোচনা। মৃত্যুর দুইদিন পার, দাফন নিয়ে সরকার-পরিবারের দ্বন্দ্বে হাসপাতালেই তোফায়েল আহমেদের মরদেহ। খুলনায় ঘুমন্ত যুবককে গু’লি করে হ’ত্যা। ৫ আগস্ট হাসিনার কয়েক হাজার কল রেকর্ড মুছে ফেলে এনটিএমসি।
নোটিশ :
মোনালিসা’র চোখ ফাঁকি দিয়ে অভিনব চুরি, বিশ্বজুড়ে তোলপাড় গোলাপগঞ্জে বিএমএসএফ এর কমিটি গঠন, সভাপতি বদরুল আলম, সম্পাদক শাহ আলম এবার শান্তি রক্ষা মিশন নিয়ে বাংলাদেশকে দুঃসংবাদ দিল জাতিসংঘ। শহীদুল আলমদের বহনকারী জাহাজ আ’টকের তথ্য জানাল ফ্রিডম ফ্লোটিলা সাংবাদিক ইলিয়াস : এনসিপি বলে এদেশে কিছু থাকবে না নিজেদের নির্দেশনা মানছে সরকার? উপদেষ্টাদের ঘনঘন বিদেশ সফর ও প্রধান উপদেষ্টার বহর নিয়ে যত সমালোচনা। মৃত্যুর দুইদিন পার, দাফন নিয়ে সরকার-পরিবারের দ্বন্দ্বে হাসপাতালেই তোফায়েল আহমেদের মরদেহ। খুলনায় ঘুমন্ত যুবককে গু’লি করে হ’ত্যা। ৫ আগস্ট হাসিনার কয়েক হাজার কল রেকর্ড মুছে ফেলে এনটিএমসি।

বিক্ষোভে উত্তাল লস এঞ্জেলস; আটক ৪৪

  • SURMA TV 24
  • Update Time : ০৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
  • ১৪৪৭ Time View

অভিবাসীবিরোধী অভিযানের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। তবে বিক্ষোভ দমাতে ব্যাপক ধরপাকড় শুরু করেছে নিরাপত্তা বাহিনী। বিক্ষোভ থেকে অন্তত ৪৪ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লস অ্যাঞ্জেলেস শহরে ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রজুড়ে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার অবৈধ অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে গত শুক্রবার (৬ জুন) লস অ্যাঞ্জেলেসের রাস্তায় নামে শত শত মানুষ। যা শনিবার (৭ জুন) দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে।

শনিবার বিক্ষোভকারীদের বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের উপর টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ও পিপার স্প্রে ব্যবহার করে। শুরু হয়ে আটক অভিযান। কয়েক ঘণ্টার মধ্যে আটক হয় ৪৪ জন।
এমন প্রেক্ষাপটে বিক্ষোভ দমনে লস অ্যাঞ্জেলেসে ২ হাজার ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস বলছে, মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা বা আইসিই সদস্যদের ওপর সহিংসতা, ফেডারেল আইনের প্রতি অবমাননা ঠেকাতেই এ সিদ্ধান্ত।
কিন্তু প্রেসিডেন্টের এ পদক্ষেপে ক্ষোভে ফেটে পড়েন ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম। তিনি বলেন, এটি রাষ্ট্রীয় কর্তৃত্বে হস্তক্ষেপ এবং জনসাধারণকে ভয় দেখানোর চেষ্টা। আইসিই শহরে আতঙ্ক ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকেই প্রেসিডেন্ট ও তার সাবেক বিশেষ সরকারি কর্মকর্তা ইলন মাস্কের নানা সিদ্ধান্ত ঘিরে সাধারণ মানুষের মাঝে অসন্তোষ তৈরি হয়।
প্রতিবাদকারীরা হাতে রক্তের ছাপের মতো লাল রঙে ভরা প্ল্যাকার্ডে মাস্ক, ট্রাম্প, মার্কো রুবিও ও রবার্ট এফ. কেনেডি জুনিয়রের ছবি ঢেকে দেন। ব্যানারে মাস্ককে হত্যাকারী বলে সম্বোধন করেন আন্দোলনকারীরা।

মোনালিসা’র চোখ ফাঁকি দিয়ে অভিনব চুরি, বিশ্বজুড়ে তোলপাড়

বিক্ষোভে উত্তাল লস এঞ্জেলস; আটক ৪৪

Update Time : ০৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫

অভিবাসীবিরোধী অভিযানের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। তবে বিক্ষোভ দমাতে ব্যাপক ধরপাকড় শুরু করেছে নিরাপত্তা বাহিনী। বিক্ষোভ থেকে অন্তত ৪৪ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লস অ্যাঞ্জেলেস শহরে ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রজুড়ে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার অবৈধ অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে গত শুক্রবার (৬ জুন) লস অ্যাঞ্জেলেসের রাস্তায় নামে শত শত মানুষ। যা শনিবার (৭ জুন) দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে।

শনিবার বিক্ষোভকারীদের বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের উপর টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ও পিপার স্প্রে ব্যবহার করে। শুরু হয়ে আটক অভিযান। কয়েক ঘণ্টার মধ্যে আটক হয় ৪৪ জন।
এমন প্রেক্ষাপটে বিক্ষোভ দমনে লস অ্যাঞ্জেলেসে ২ হাজার ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস বলছে, মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা বা আইসিই সদস্যদের ওপর সহিংসতা, ফেডারেল আইনের প্রতি অবমাননা ঠেকাতেই এ সিদ্ধান্ত।
কিন্তু প্রেসিডেন্টের এ পদক্ষেপে ক্ষোভে ফেটে পড়েন ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম। তিনি বলেন, এটি রাষ্ট্রীয় কর্তৃত্বে হস্তক্ষেপ এবং জনসাধারণকে ভয় দেখানোর চেষ্টা। আইসিই শহরে আতঙ্ক ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকেই প্রেসিডেন্ট ও তার সাবেক বিশেষ সরকারি কর্মকর্তা ইলন মাস্কের নানা সিদ্ধান্ত ঘিরে সাধারণ মানুষের মাঝে অসন্তোষ তৈরি হয়।
প্রতিবাদকারীরা হাতে রক্তের ছাপের মতো লাল রঙে ভরা প্ল্যাকার্ডে মাস্ক, ট্রাম্প, মার্কো রুবিও ও রবার্ট এফ. কেনেডি জুনিয়রের ছবি ঢেকে দেন। ব্যানারে মাস্ককে হত্যাকারী বলে সম্বোধন করেন আন্দোলনকারীরা।