সুরমা টিভি ২৪ আন্তর্জাতিক ডেস্কঃ ইরান গতকাল রাতভর ইসরায়েলের মধ্য ও উত্তরাঞ্চলে পাল্টা হামলা চালিয়েছে। রাতভর হামলার পরের সকালকে ‘অত্যন্ত বেদনাদায়ক ও কঠিন’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ।
হারজোগ বলেন, ‘ইরানের এই অপরাধমূলক হামলায় ইহুদি ও আরব, ইসরায়েলি নাগরিক ও নতুন অভিবাসী—শিশু-বৃদ্ধ, নারী-পুরুষ নির্বিশেষে—নিহত ও আহত হয়েছেন।’
শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান ইসরায়েলি প্রেসিডেন্ট। তিনি বলেন, এই ভয়াবহ ক্ষতির কারণে তিনি ভুক্তভোগীদের সঙ্গে শোক ভাগ করে নিচ্ছেন। আহতদের সুস্থতা কামনা করছেন। নিখোঁজ ব্যক্তিদের খুঁজে পাওয়ার জন্য প্রার্থনা করছেন। তাঁরা একসঙ্গে শোক করবেন। একসঙ্গে এই দুঃসময় কাটিয়ে উঠবেন।