, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোনালিসা’র চোখ ফাঁকি দিয়ে অভিনব চুরি, বিশ্বজুড়ে তোলপাড় গোলাপগঞ্জে বিএমএসএফ এর কমিটি গঠন, সভাপতি বদরুল আলম, সম্পাদক শাহ আলম এবার শান্তি রক্ষা মিশন নিয়ে বাংলাদেশকে দুঃসংবাদ দিল জাতিসংঘ। শহীদুল আলমদের বহনকারী জাহাজ আ’টকের তথ্য জানাল ফ্রিডম ফ্লোটিলা সাংবাদিক ইলিয়াস : এনসিপি বলে এদেশে কিছু থাকবে না নিজেদের নির্দেশনা মানছে সরকার? উপদেষ্টাদের ঘনঘন বিদেশ সফর ও প্রধান উপদেষ্টার বহর নিয়ে যত সমালোচনা। মৃত্যুর দুইদিন পার, দাফন নিয়ে সরকার-পরিবারের দ্বন্দ্বে হাসপাতালেই তোফায়েল আহমেদের মরদেহ। খুলনায় ঘুমন্ত যুবককে গু’লি করে হ’ত্যা। ৫ আগস্ট হাসিনার কয়েক হাজার কল রেকর্ড মুছে ফেলে এনটিএমসি।
নোটিশ :
মোনালিসা’র চোখ ফাঁকি দিয়ে অভিনব চুরি, বিশ্বজুড়ে তোলপাড় গোলাপগঞ্জে বিএমএসএফ এর কমিটি গঠন, সভাপতি বদরুল আলম, সম্পাদক শাহ আলম এবার শান্তি রক্ষা মিশন নিয়ে বাংলাদেশকে দুঃসংবাদ দিল জাতিসংঘ। শহীদুল আলমদের বহনকারী জাহাজ আ’টকের তথ্য জানাল ফ্রিডম ফ্লোটিলা সাংবাদিক ইলিয়াস : এনসিপি বলে এদেশে কিছু থাকবে না নিজেদের নির্দেশনা মানছে সরকার? উপদেষ্টাদের ঘনঘন বিদেশ সফর ও প্রধান উপদেষ্টার বহর নিয়ে যত সমালোচনা। মৃত্যুর দুইদিন পার, দাফন নিয়ে সরকার-পরিবারের দ্বন্দ্বে হাসপাতালেই তোফায়েল আহমেদের মরদেহ। খুলনায় ঘুমন্ত যুবককে গু’লি করে হ’ত্যা। ৫ আগস্ট হাসিনার কয়েক হাজার কল রেকর্ড মুছে ফেলে এনটিএমসি।

পঞ্চগড় সীমান্তে গুলিতে যুবক নিহত

  • SURMA TV 24
  • Update Time : ০৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • ১৪৬০ Time View

পঞ্চগড় সদর উপজেলায় সীমান্তে গুলিতে রাজু ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ জুন) দিবাগত রাতে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঝুলিপাড়া এলাকায় সীমান্তের মেইন পিলার ৭৫১ এর ৩ নম্বর সাব পিলার এলাকায় এ ঘটনাটি ঘটে।
খবর পেয়ে রোববার (১৫ জুন) পঞ্চগড় সদর থানা পুলিশ নিহতের বাড়িতে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গের পাঠায়।

নিহত রাজু ওই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

স্থানীয়দের দাবি, বিএসএফের গুলিতে ওই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। আর বিজিবি তৎপরতা তেমন না থাকা এমন ঘটনা ঘটছে বলে জানান তারা।

এ দিকে বিজিবির দাবি, খবর পেয়ে বিজিবির প্রেট্রোল টিম ঘটনাস্থলে গেলে হার্ট অ্যাটাকে মারা যাওয়ার বিষয়টি বিজিবিকে জানান স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে হাড়িভাসা ইউনিয়নের ঝুলিপাড়া এলাকায় কয়েকজন মিলে গরু আনতে যাচ্ছিলেন। পরে বিএসএফ তাদের ধাওয়া দেয়। পালিয়ে আসার সময় রাজুর দুই পায়ের হাঁটুতে গুলি লাগে। রাজু আহত অবস্থায় বাসায় গিয়ে পরিবারের সদস্যদের ডাকেন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পথে রাজুর মৃত্যু হয়।

এ বিষয়ে হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই আলম সময় সংবাদকে বলেন, ‘সীমান্ত এলাকায় মাঝেমধ্যেই আমরা এমন ঘটনা জানতে ও শুনতে পাই। যতদূর সম্ভব এই ঘটনাটি ভারতের অভ্যন্তরে হয়েছে। আহত হলে তার সহযোগীরা হয়তোবা তাকে নিয়ে এসেছেন। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমি শুনেছি তার এক পায়ে গুলি লেগেছে।
তিনি আরও জানান, বিজিবির সঙ্গে এ বিষয়ে আমার কথা হয়েছে। বিজিবি এলাকার লোকজনের সঙ্গে কথা বললে হার্ট অ্যাটাকে মারা যাওয়ার বিষয়টি স্থানীয়রা জানিয়েছেন বলে বিজিবি জানায়। এ সময় মৃত্যুর কারণ লক্ষণ জানার চেষ্টা করলে এবং তাদের প্রশ্ন করলে তারা জানায়, নিহতের পায়ে তারা আঘাতের চিহ্ন দেখেছে। কিন্তু কীভাবে আঘাত হয়েছে সে বিষয়টি নিশ্চিত করেনি। এ নিয়ে এ সীমান্তে ছয়জনকে বিএসএফ মেরে ফেলল।

এ বিষয়ে কথা হয় নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটেলিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজার সঙ্গে।

তিনি সময় সংবাদকে বলেন, খবর পেয়ে বিজিবির প্রেট্রোল টিম ঘটনাস্থলে গেলে হার্ট অ্যাটাকে মারা যাওয়ার বিষয়টি বিজিবিকে জানান স্থানীয়রা। তবে গুলির বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি অস্বীকার করেছে তারা। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

মোনালিসা’র চোখ ফাঁকি দিয়ে অভিনব চুরি, বিশ্বজুড়ে তোলপাড়

পঞ্চগড় সীমান্তে গুলিতে যুবক নিহত

Update Time : ০৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

পঞ্চগড় সদর উপজেলায় সীমান্তে গুলিতে রাজু ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ জুন) দিবাগত রাতে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঝুলিপাড়া এলাকায় সীমান্তের মেইন পিলার ৭৫১ এর ৩ নম্বর সাব পিলার এলাকায় এ ঘটনাটি ঘটে।
খবর পেয়ে রোববার (১৫ জুন) পঞ্চগড় সদর থানা পুলিশ নিহতের বাড়িতে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গের পাঠায়।

নিহত রাজু ওই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

স্থানীয়দের দাবি, বিএসএফের গুলিতে ওই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। আর বিজিবি তৎপরতা তেমন না থাকা এমন ঘটনা ঘটছে বলে জানান তারা।

এ দিকে বিজিবির দাবি, খবর পেয়ে বিজিবির প্রেট্রোল টিম ঘটনাস্থলে গেলে হার্ট অ্যাটাকে মারা যাওয়ার বিষয়টি বিজিবিকে জানান স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে হাড়িভাসা ইউনিয়নের ঝুলিপাড়া এলাকায় কয়েকজন মিলে গরু আনতে যাচ্ছিলেন। পরে বিএসএফ তাদের ধাওয়া দেয়। পালিয়ে আসার সময় রাজুর দুই পায়ের হাঁটুতে গুলি লাগে। রাজু আহত অবস্থায় বাসায় গিয়ে পরিবারের সদস্যদের ডাকেন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পথে রাজুর মৃত্যু হয়।

এ বিষয়ে হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই আলম সময় সংবাদকে বলেন, ‘সীমান্ত এলাকায় মাঝেমধ্যেই আমরা এমন ঘটনা জানতে ও শুনতে পাই। যতদূর সম্ভব এই ঘটনাটি ভারতের অভ্যন্তরে হয়েছে। আহত হলে তার সহযোগীরা হয়তোবা তাকে নিয়ে এসেছেন। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমি শুনেছি তার এক পায়ে গুলি লেগেছে।
তিনি আরও জানান, বিজিবির সঙ্গে এ বিষয়ে আমার কথা হয়েছে। বিজিবি এলাকার লোকজনের সঙ্গে কথা বললে হার্ট অ্যাটাকে মারা যাওয়ার বিষয়টি স্থানীয়রা জানিয়েছেন বলে বিজিবি জানায়। এ সময় মৃত্যুর কারণ লক্ষণ জানার চেষ্টা করলে এবং তাদের প্রশ্ন করলে তারা জানায়, নিহতের পায়ে তারা আঘাতের চিহ্ন দেখেছে। কিন্তু কীভাবে আঘাত হয়েছে সে বিষয়টি নিশ্চিত করেনি। এ নিয়ে এ সীমান্তে ছয়জনকে বিএসএফ মেরে ফেলল।

এ বিষয়ে কথা হয় নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটেলিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজার সঙ্গে।

তিনি সময় সংবাদকে বলেন, খবর পেয়ে বিজিবির প্রেট্রোল টিম ঘটনাস্থলে গেলে হার্ট অ্যাটাকে মারা যাওয়ার বিষয়টি বিজিবিকে জানান স্থানীয়রা। তবে গুলির বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি অস্বীকার করেছে তারা। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।