এবার ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এর খাতাম আল–আনবিয়া সদর দপ্তরের প্রধান আলী সাদমানিকে হত্যার দাবি করেছে ইসরাইল।
মঙ্গলবার (১৭ জুন) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সাদমানিকে ইরানের সবচেয়ে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিকটতম ব্যক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে।
তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
খাতাম আল–আনিবিয়া আইআরজিসির নির্মাণ ও প্রকৌশল শাখা।
শুক্রবার খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের সাবেক কমান্ডার গোলাম আলী রশিদকে ইসরাইল হত্যা করার পর সাদমানিকে এই পদে নিযুক্ত করা হয়েছিল।
গত শুক্রবার ইরানে হঠাৎ করেই হামলা চালানো শুরু করে ইসরাইল। এতে সামরিক ও পারমাণবিক বিভিন্ন স্থাপনায় হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হন।
এরপর পাল্টা হামলা চালায় তেহরান। পঞ্চমদিনের মতো পাল্টাপাল্টি হামলা চলছে ইরান-ইসরাইলের।

SURMA TV 24 











