ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সংঘাত বন্ধের একমাত্র পথ নিঃশর্তে ইসরাইলের বিমান হামলা থামানো। তিনি আরও বলেছেন, ইসরাইলি হামলা অব্যাহত থাকলে, ইরান আরও কঠোর জবাব দেবে। খবর আল জাজিরার।
তিনি আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে স্থায়ী শান্তি কেবল তখনই সম্ভব হবে যখন ইহুদিবাদী শত্রু তার শত্রুতা বন্ধ করবে এবং তার সন্ত্রাস বন্ধ করার দৃঢ় নিশ্চয়তা প্রদান করবে।’ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সেটা করতে ব্যর্থ হলে ইরানের পক্ষ থেকে আরও জোরালো ও দুঃখজনক জবাব দেখা দেবে।’
গত শুক্রবার (১৩ জুন) ইরানে ইসরাইলের সামরিক আগ্রাসন শুরু হয়। ওইদিন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাসহ বেশ কয়েকটি স্থানে বিমান হামলা চালায় দেশটির সামরিক বাহিনী। ওই হামলার মধ্যদিয়ে সংঘাত ছড়িয়ে পড়ে। তেহরান প্রতিশোধমূলক হামলা চালায়।
ইরানি গণমাধ্যমের বরাতে খবরে বলা হয়, শুক্রবার (২০ জুন) এক বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট বলেন, চলমান যুদ্ধ অবসানের একমাত্র উপায় হলো ইসরাইলের নিঃশর্তভাবে বিমান হামলা বন্ধ করা। পেজেশকিয়ান বলেন, ‘আমরা সর্বদা শান্তি ও স্থিতিশীলতার জন্য প্রচেষ্টা চালিয়ে এসেছি।’
শুক্রবার (২০ জুন) সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। উভয় পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। ইরানের সরকারি লক্ষ্যবস্তুতে হামলা তীব্র করার নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২৫ জন নিহত এবং কয়েকশ জন আহত হয়েছে। অন্যদিকে ইরানি মিডিয়ার প্রতিবেদন অনুসারে, ইরানে ইসরাইলি হামলায় ৬৩৯ জন নিহত এবং ১ হাজার ৩০০ জনেরও বেশি আহত হয়েছে।