সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:
সিলেট জেলার, গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের মদিনাতুল উলুম হোসাইনিয়া গোলাপনগর মোহাম্মদপুর মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ ও অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত মাদ্রাসায় উপস্থিত থাকা ও পড়ালেখায় উৎসাহ জোগাতে এই আয়োজন করে স্থানীয় জনপ্রিয় সামাজিক সংগঠন মাওলানা মনির উদ্দিন ট্রাস্ট
শনিবার (২১ জুন) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে হাজী নজরুল ইসলামের সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা আমির উদ্দিন জালালীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা মনির উদ্দিন ট্রাস্টের সভাপতি মাওলানা এনামুল হক, বিশিষ্ট মুরুব্বি বাহার উদ্দিন, হাফিজ মনসুর আহমদ, মাদ্রাসার প্রবাসী সদস্য মতিউর রহমান ও অভিভাবক কমিটির সদস্য আব্দুর রহমান হিরা।
এ সময় বক্তারা বলেন, “এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে পড়ালেখার প্রতি আগ্রহ বাড়াবে এবং মাদ্রাসায় নিয়মিত উপস্থিত থাকতে উৎসাহিত করবে।”
অনুষ্ঠান শেষে মাদ্রাসার শিক্ষকবৃন্দের মাঝেও ছাতা উপহার দেওয়া হয় ও হাফিজ মনসুর আহমদের মুনাজাতের মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানের সমাপ্তি হয় ।

SURMA TV 24 









