জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সংস্কার কমিশন যে চারশ’ আসন করার প্রস্তাব করেছে, তার মধ্যে ৩০০ আসন আমাদের ঘরে থাকবে। সংসদ এখন খালি রয়েছে। এবারই এনসিপি সংসদে সরকার গঠন করবে।
রোববার (২২ জুন) নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন জমা দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নতুন দল নিবন্ধনে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদনের শেষ দিন ছিল আজ রোববার (২২ জুন)। নির্ধারিত সময়ের মধ্যেই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের আবেদন ফর্ম জমা দিয়েছে। এরপরই বের হয়ে এসে দলটির নেতারা কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।
বাকি দুই প্রতীকের বিষয়ে এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, বাকি প্রতীক দুটি হলো কলম ও মোবাইল।
তিনি বলেন, সংস্কার কমিশন যে চারশ’ আসন করার প্রস্তাব করেছে, তার মধ্যে ৩০০ আসন এনসিপির ঘরে থাকবে। সব চ্যালেঞ্জ মাড়িয়ে এগিয়ে যাবে তাদের দল।
জাতীয় নির্বাচনে দেশের মানুষ ‘শাপলা’ প্রতীকে ভোট দিয়ে জয়জয়কার করে দেবে উল্লেখ করে তিনি বলেন, আগামী সরকার গঠন করবে এনসিপি।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, নির্বাচন কমিশন (ইসি) অবশ্যই পুনর্গঠন হবে। যদি ইসি পুনর্গঠন না হয়, তবে এ ইসির অধীনে ভোটে আসবেন কি না? এমন প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশে অনেক সংস্কার শুরু হয়েছে। জনগণের দাবি ইসি পুনর্গঠন হবে, আমরা বি অপশনে যাচ্ছি না। অবশ্যই নির্বাচন কমিশন পুনর্গঠন হবে।