ইরানের শিক্ষা ও গবেষণা বিষয়ক উপমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেছেন, যতদিন প্রয়োজন ইরান ততদিন পর্যন্ত লড়াই চালিয়ে যেতে প্রস্তুত।
সোমবার (২৩ জুন) আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়।
আল জাজিরার সাথে কথা বলতে গিয়ে খাতিবজাদেহ বলেন, ‘ইরান ইসরাইলের জঘন্য, বেপরোয়া এবং দুর্বৃত্ত কার্যকলাপ বন্ধ করার জন্য পদক্ষেপ নিচ্ছে।’
খাতিবজাদেহ আরও বলেন, ১৩ জুন থেকে শুরু হওয়া অন্যায় এবং প্ররোচনাহীন ইসরাইলি আক্রমণকে প্রতিহত করতে দেশটি দৃঢ়প্রতিজ্ঞ।
খাতিবজাদেহ বলেন, ‘আমরা চালিয়ে যাব। ১৯৮০-১৯৮৮ সালের ইরান- ইরাক যুদ্ধের কথা উল্লেখ করে বলেন, আত্মরক্ষার জন্য কত সময় ধরে ইরান লড়াই করতে পারে তা সবারই জানা।’
গত ১৩ জুন ইরানে কোনো উস্কানি ছাড়াই আকস্মিক হামলা চালায় ইসরাইল। পরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে জবাব দেয় ইরান।