সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:
শাহবাগে আন্দোলনরত চাকরিচ্যুত বিডিআর সদস্যরা
শাহবাগে আন্দোলনরত চাকরিচ্যুত বিডিআর সদস্যরা
চাকরিতে পুনর্বহালসহ তিন দাবিতে গত ২২ জুন থেকে আবারও আন্দোলন শুরু করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। মঙ্গলবার (২৪ জুন) যমুনা অভিমুখে যাওয়ার কথা থাকলেও সিদ্ধান্তের আশায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন আন্দোলনরতদের একটি একদল প্রতিনিধি। তবে মন্ত্রণালয়ে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।
মঙ্গলবার (২৪ জুন) সাড়ে ৮টায় বিডিআর সদস্য হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সন্ধ্যায় একই ঘোষণা দেন বিডিআর আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জিল্লুর রহমান।
সরেজমিনে দেখা যায়, রাত সাড়ে ৮টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছেন আন্দোলনরতরা। বিক্ষিপ্তভাবে কেউ শুয়ে, কেউ বসে কিংবা দাঁড়িয়ে আছেন তারা। পাশাপাশি অবস্থান করছে আইনশৃঙ্খলা বাহিনীও।
চাকরিরত বিডিআর সদস্য হাবিবুর রহমান বলেন, ‘আজ আমাদের প্রতিনিধিরা সেখানে গিয়েছিলেন। সেখানে প্রধান উপদেষ্টার পিএস-এর সঙ্গে কথা হয়েছে। প্রতিনিধিরা আমাদের দাবি-দাওয়াগুলো তুলে ধরেছেন। তারা ৩০ তারিখ পর্যন্ত সময় নিয়েছেন দাবি-দাওয়া বিবেচনার জন্য। আমরা ততদিন আমাদের আন্দোলন চালিয়ে যাবো।’
তিনি বলেন, ‘আমাদের জনদুর্ভোগ করার কোনও ইচ্ছা নেই। আমরা এখানেই শান্তিপূর্ণ অবস্থান করবো। যতদিন পর্যন্ত দাবি মানা না হবে আমরা এখানেই থাকবো।’
এর আগে, আজ দুপুর ১২টায় তাদের যমুনা অভিমুখে যাওয়ার কথা ছিল আন্দোলনকারীদের। তবে তার আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের একদল প্রতিনিধি আহ্বান করা হলে ১০ জনের একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ে গিয়েছিলেন।