বিশ্বকে এক অনন্য নজির দেখালো দক্ষিণ কোরিয়া। দেশটির নতুন সরকারের শ্রমমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে এক ট্রেনচালককে। ঐতিহাসিক এই সিদ্ধান্তে দেশবাসীর প্রশংসায় ভাসছে দেশটির সরকার।
সোমবার প্রেসিডেন্টে কার্যালয়ে প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ কাং হুন-সিক এক ব্রিফিংয়ে ১১টি মন্ত্রণালয়ের জন্য নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করেন। এর মধ্যে কোরিয়া রেলওয়ে কর্পোরেশনের বর্তমান রেলওয়ে ইঞ্জিনিয়ার এবং কোরিয়ান কনফেডারেশন অফ ট্রেড ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিম ইয়ং-হুনকে কর্মসংস্থান ও শ্রমমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়।
২০তম ও ২১তম প্রেসিডেন্ট নির্বাচনে লি জে মিয়ংকে সহযোগিতা করেছিলেন কিম ইয়ং-হুন। প্রেসিডেন্ট কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা আশা করি, তিনি (হুন) দুর্ঘটনা হ্রাস, হলুদ খাম আইন সংশোধনসহ ৪.৫ দিনের কর্মসপ্তাহ বাস্তবায়নসহ শ্রমজীবী মানুষের অধিকার শক্তিশালীকরণে ভূমিকা পালন করবেন।’
দক্ষিণ কোরিয়ায় ইতিহাসে এই প্রথম কোনো ট্রেনচালককে শ্রমমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হলো। ৫৭ বছর বয়সি ট্রেন চালক কিম ইয়ং-হুনের শ্রমিক সংগঠনের সংগঠক এক দশকের অভিজ্ঞতা রয়েছে। কিম হলেন কোরিয়ার বৃহত্তম শ্রমিক গোষ্ঠী কেসিটিইউ-এর সদস্য যা দেশটির প্রায় ১২ লাখ শ্রমিকের প্রতিনিধিত্ব করে এবং বিভিন্ন সময় শ্রমিকদের অধিকার রক্ষার্থে রক্ষণশীল সরকারের বিরুদ্ধে ধর্মঘটসহ অন্যান্য কর্মসূচি পালন করেছে।
কিমের শ্রমমন্ত্রী মনোনয়নের দিন আইটিএক্স সেমাউল ট্রেনের ১০০৮ নম্বর ট্রেনে চালক হিসেবে ছিলেন। ট্রেনটি দুপুর ১টা ১৪ মিটিটে বুসান স্টেশন থেকে ছেড়ে সিউল স্টেশনে সন্ধ্যা ৬ টা ১৫ মিটিটে পৌঁছায়। ওইদিন মাঝপথে হুন জানতে পারেন, তাকে দেশের শ্রমমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে।
প্রেসিডেন্ট মিয়ংয়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে হুন এক ফেসবুকে পোস্টে বলেন, ‘আমি এমন একটি সত্যিকারের কোরিয়া প্রজাতন্ত্রের জন্য যথাসাধ্য চেষ্টা করব যেখানে শ্রমকে সম্মান করা হবে।’