, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

এনবিআরের অচলাবস্থা নিরসনে আলোচনায় অগ্রগতি: শাটডাউন কর্মসূচি প্রত্যাহার

  • SURMA TV 24
  • Update Time : ০২:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ১৩৮১ Time View


সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদের আন্দোলনের প্রেক্ষাপটে উদ্ভূত অচলাবস্থা নিরসনে সরকারের উচ্চপর্যায়ের উদ্যোগে বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অর্থ উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এই বৈঠকে অগ্রগতি হয়েছে বলে সরকারি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অর্থ উপদেষ্টা সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অর্থ সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ বোর্ডের ১৬ জন সদস্য অংশ নেন। দীর্ঘ আলোচনা শেষে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সিদ্ধান্তগুলো হলো, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ এবং ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি প্রত্যাহার করা হবে; এনবিআরের কিছু কর্মকর্তাকে নিয়ে সাম্প্রতিক সময়ের দুটি বদলির আদেশ পুনর্বিবেচনা করা হবে এবং আগামী ১ জুলাই ২০২৫, মঙ্গলবার বিকেল ৪টায় রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ সংশোধন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এ সভায় অংশ নেবেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা, রাজস্ব বোর্ড সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যরা। আলোচনার ভিত্তিতে ৩১ জুলাই ২০২৫-এর মধ্যে অধ্যাদেশটির প্রয়োজনীয় সংশোধনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আশা করছে সরকার।

সরকার আশা প্রকাশ করেছে, এই উদ্যোগের ফলে চলমান অচলাবস্থা নিরসন হবে এবং রাজস্ব খাত আবারও স্বাভাবিক গতিতে ফিরে আসবে। ব্যবসা-বাণিজ্য, আমদানি-রফতানিসহ জনসেবামূলক কার্যক্রম সচল রাখার স্বার্থে সরকার এনবিআর সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দফতরে থেকে যথারীতি দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম সই করা বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকেও দায়িত্বশীল ভূমিকা পালন করা হবে বলে সরকার আশাবাদী।

Popular Post

এনবিআরের অচলাবস্থা নিরসনে আলোচনায় অগ্রগতি: শাটডাউন কর্মসূচি প্রত্যাহার

Update Time : ০২:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫


সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদের আন্দোলনের প্রেক্ষাপটে উদ্ভূত অচলাবস্থা নিরসনে সরকারের উচ্চপর্যায়ের উদ্যোগে বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অর্থ উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এই বৈঠকে অগ্রগতি হয়েছে বলে সরকারি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অর্থ উপদেষ্টা সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অর্থ সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ বোর্ডের ১৬ জন সদস্য অংশ নেন। দীর্ঘ আলোচনা শেষে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সিদ্ধান্তগুলো হলো, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ এবং ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি প্রত্যাহার করা হবে; এনবিআরের কিছু কর্মকর্তাকে নিয়ে সাম্প্রতিক সময়ের দুটি বদলির আদেশ পুনর্বিবেচনা করা হবে এবং আগামী ১ জুলাই ২০২৫, মঙ্গলবার বিকেল ৪টায় রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ সংশোধন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এ সভায় অংশ নেবেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা, রাজস্ব বোর্ড সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যরা। আলোচনার ভিত্তিতে ৩১ জুলাই ২০২৫-এর মধ্যে অধ্যাদেশটির প্রয়োজনীয় সংশোধনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আশা করছে সরকার।

সরকার আশা প্রকাশ করেছে, এই উদ্যোগের ফলে চলমান অচলাবস্থা নিরসন হবে এবং রাজস্ব খাত আবারও স্বাভাবিক গতিতে ফিরে আসবে। ব্যবসা-বাণিজ্য, আমদানি-রফতানিসহ জনসেবামূলক কার্যক্রম সচল রাখার স্বার্থে সরকার এনবিআর সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দফতরে থেকে যথারীতি দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম সই করা বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকেও দায়িত্বশীল ভূমিকা পালন করা হবে বলে সরকার আশাবাদী।