, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ছিলেন ৩ ঘণ্টা, ইসরাইলি হামলায় সেখানেই পড়েন নামাজ।

  • SURMA TV 24
  • Update Time : ০৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ১৩৮১ Time View


সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:

হঠাৎ ইসরায়েলের হামলা। বিকট শব্দে চারদিক প্রকম্পিত। বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন তিনি। সেখানেই কেটে যায় তিন ঘণ্টা। নড়াচড়া করতে না পারায় ওই অবস্থাতেই আদায় করেন ফজরের নামাজ।

এভাবেই ইসরায়েলি হামলায় তার বাড়ি ধ্বংস হয়ে যাওয়ার পর সেখান থেকে বেঁচে ফেরার রোমহর্ষক বর্ণনা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শীর্ষ উপদেষ্টা আলি শামখানি।

তিনি বলেন, ‌‘নড়াচড়া করতে না পেরে আল্লাহর করুণার ওপর ভরসা রেখে ফজরের নামাজ আদায় করেছি।’

গত ১৩ জুন তাকে হত্যার দাবি করেছিল ইসরায়েল। এরপর ছড়ায় গুরুতর আহত হওয়ার খবর। সব গুঞ্জন উড়িয়ে ইরানের সামরিক কমান্ডার ও বিজ্ঞানীদের গণজানাজায় অংশ নিতে জনসমক্ষে আসেন আয়াতুল্লাহ আলি খামেনির এই শীর্ষ উপদেষ্টা।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবিকে এক সাক্ষাৎকার দেন আলি শামখানি। সেখান বর্ণনা দিয়েছেন কীভাবে তিনি মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন।

শামখানি ইরানের শীর্ষ কর্মকর্তাদের একজন। তিনি জানান, ওই বাড়িতে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার, বিজ্ঞানী ও রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে তাকেও লক্ষ্যবস্তু করেছিল ইসরায়েল। পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয় তার বাড়ি। শামখানির দাবি, নেহাত ভাগ্যের জোরেই বেঁচে ফিরেছেন তিনি।

তিনি আরও জানান, হামলার সময়ে প্রথমে ভূমিকম্প মনে হলেও পরে বুঝতে পারেন তিনি হামলার শিকার হয়েছেন।

একসময় ইরানের নৌবাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন শামখানি। এ ছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তিনি। পরে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি নিযুক্ত হন। বর্তমানে খামেনির শীর্ষ উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

Popular Post

ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ছিলেন ৩ ঘণ্টা, ইসরাইলি হামলায় সেখানেই পড়েন নামাজ।

Update Time : ০৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫


সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:

হঠাৎ ইসরায়েলের হামলা। বিকট শব্দে চারদিক প্রকম্পিত। বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন তিনি। সেখানেই কেটে যায় তিন ঘণ্টা। নড়াচড়া করতে না পারায় ওই অবস্থাতেই আদায় করেন ফজরের নামাজ।

এভাবেই ইসরায়েলি হামলায় তার বাড়ি ধ্বংস হয়ে যাওয়ার পর সেখান থেকে বেঁচে ফেরার রোমহর্ষক বর্ণনা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শীর্ষ উপদেষ্টা আলি শামখানি।

তিনি বলেন, ‌‘নড়াচড়া করতে না পেরে আল্লাহর করুণার ওপর ভরসা রেখে ফজরের নামাজ আদায় করেছি।’

গত ১৩ জুন তাকে হত্যার দাবি করেছিল ইসরায়েল। এরপর ছড়ায় গুরুতর আহত হওয়ার খবর। সব গুঞ্জন উড়িয়ে ইরানের সামরিক কমান্ডার ও বিজ্ঞানীদের গণজানাজায় অংশ নিতে জনসমক্ষে আসেন আয়াতুল্লাহ আলি খামেনির এই শীর্ষ উপদেষ্টা।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবিকে এক সাক্ষাৎকার দেন আলি শামখানি। সেখান বর্ণনা দিয়েছেন কীভাবে তিনি মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন।

শামখানি ইরানের শীর্ষ কর্মকর্তাদের একজন। তিনি জানান, ওই বাড়িতে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার, বিজ্ঞানী ও রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে তাকেও লক্ষ্যবস্তু করেছিল ইসরায়েল। পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয় তার বাড়ি। শামখানির দাবি, নেহাত ভাগ্যের জোরেই বেঁচে ফিরেছেন তিনি।

তিনি আরও জানান, হামলার সময়ে প্রথমে ভূমিকম্প মনে হলেও পরে বুঝতে পারেন তিনি হামলার শিকার হয়েছেন।

একসময় ইরানের নৌবাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন শামখানি। এ ছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তিনি। পরে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি নিযুক্ত হন। বর্তমানে খামেনির শীর্ষ উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।